পাঁচ ম্যাচ পর অবশেষে জয় পেয়েছে পোল্যান্ড। রবার্ট লেভানডোভস্কির একমাত্র গোলে লিথুয়ানিয়াকে পরাজিত করে বিশ্বকাপ বাছাই যাত্রা শুরু করেছে পোলিশরা।
তবে ওয়াশোতে অতিথিদের পরাজিত করতে বেশ কষ্ট করতে হয়েছে স্বাগতিকদের। শুক্রবার (মার্চ ২১) রাতে লিথুয়ানিয়াকে ১-০ গোলে পরাজিত করেছে লেভানডোভস্কির দল।
এদিন ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য অবস্থায় শেষ হলেও পোল্যান্ডের আক্রমণ ছিল বেশ উজ্জীবিত। বিরতির পর একাদশে চারটি পরিবর্তন করে ভালো ফল পেয়েছে পোলিশরা।
বদলি হিসেবে মাঠে নামা জাকুব কামিন্সকির পাস থেকে ৮১ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন রবার্ট লেভানডোভস্কি। বার্সেলোনা তারকার গোলটি পোল্যান্ডকে এনে দেয় পূর্ণ তিন পয়েন্ট।
আপনার মতামত লিখুন :