সম্প্রতি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আইপিএলে দল পেয়েছেন এমন গুঞ্জন রটেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্রীড়াভিত্তিক একাধিক ফেসবুক গ্রুপগুলোতে এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। শুধু তাই নয়, দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘যমুনা টিভি’র ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ডও প্রচার করা হচ্ছে ফেসবুকে।
তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, আইপিএলে দল পাওয়া প্রসঙ্গে বাংলাদেশ পুরুষ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্তকে নিয়ে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যমুনা টিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে যমুনা টিভির লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১২ মার্চ, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
যমুনা টিভির লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবিসম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, যমুনা টিভির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও, আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের ভিন্নতা লক্ষ্য করা যায়।
অর্থাৎ, যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।
সুতরাং, আইপিএলে দল পাওয়া প্রসঙ্গে ক্রিকেটার শান্তকে জড়িয়ে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।