ঢাকা রবিবার, ২৩ মার্চ, ২০২৫

দল না পেয়েও আইপিএলে উইলিয়ামসন

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৩:২৫ পিএম
ছবি: সংগৃহীত

আইপিএলের ১৮তম আসরে এবার নতুন ভূমিকায় দেখা যাবে নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেইন উইলিয়ামসনকে। যদিও এবারের মেগা নিলামে কোনো দল তাকে নিয়ে আগ্রহ দেখায়নি, তবুও তিনি ধারাভাষ্যকার হিসেবে আইপিএলে থাকছেন।

ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে ২০১৫ থেকে খেলতে থাকা উইলিয়ামসনের জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা।

পূর্বে গুজরাট টাইটান্সের হয়ে খেলা উইলিয়ামসনের ব্যাটিং গড় ৩৫.৪৭ এবং স্ট্রাইকরেট ১২৫.৬২, যা আইপিএলে তার ভালো পারফরম্যান্সের প্রমাণ। কিন্তু এবারে খেলার বদলে তিনি ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত থাকবেন এবং এতে তিনি ক্রিকেটের খেলার পাশাপাশি দর্শকদের ম্যাচের বিশ্লেষণ ও বিশদ বিবরণী দেবেন।

উইলিয়ামসনের সঙ্গে এবার আইপিএলের ধারাভাষ্য প্যানেলে থাকবেন ক্রিকেটের কিংবদন্তি তারকারা, যেমন – সুনীল গাভাস্কার, বীরেন্দর শেবাগ, হরভজন সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, অনিল কুম্বলে, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, মাইকেল ক্লার্ক, আকাশ চোপড়া, রবিন উথাপ্পা সহ অনেক আরও বিশিষ্ট ধারাভাষ্যকার।

এটি আইপিএল ফ্যানদের জন্য একটি বড় আকর্ষণ হতে চলেছে, কারণ এখন তারা শুধুমাত্র খেলা নয়, বরং খেলার বিশ্লেষণ ও খেলার অভিজ্ঞতা সরাসরি খ্যাতিমান ক্রিকেটারদের মুখ থেকে শোনার সুযোগ পাবেন।