ঢাকা রবিবার, ২৩ মার্চ, ২০২৫

আইপিএলে মাঠে নামলেই খেলোয়াড়রা পাবেন ১০ লক্ষাধিক টাকা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৪:১৯ পিএম
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই যেন কাড়ি কাড়ি টাকা। যার জন্য বিশ্বের সব নামিদামী খেলোয়াড়রাও মুখিয়ে থাকে এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য। কারণ এই টুর্নামেন্টে খেলতে পারলে খেলোয়াড়দের পকেটে ঢোকে বড় অঙ্কের টাকা।

আজ শনিবার পর্দা উঠছে আইপিএলের অষ্টাদশ আসরের। আর টুর্নামেন্টের এবারের আসরে ক্রিকেটারদের জন্য আয়ের ক্ষেত্র আরও বাড়ছে। প্রথমবারের মতো আইপিএলে ম্যাচ ফি-ও পেতে যাচ্ছেন ক্রিকেটাররা। ২০ ওভারের ম্যাচ হিসেবে অঙ্কটা বেশ বড়।

এবার আইপিএলে প্রতিটি ম্যাচের জন্য ফি হিসেবে ক্রিকেটাররা পাবেন সাড়ে সাত লাখ রুপি করে (প্রায় ১০ লাখ ৫৯ হাজার টাকা)। একজন ক্রিকেটার আইপিএলে কমপক্ষে ১৪টি (লিগ পর্বে ১৪ ম্যাচ) করে ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন।

প্লে-অফ হয়ে ফাইনালে গেলে ১৭টি। মানে এবার আইপিএলে লিগ পর্বের ১৪ ম্যাচে সুযোগ পাওয়া কোনো ক্রিকেটারের চুক্তির বাইরে পকেটে ঢুকবে ১ কোটি ৫ লাখ রুপি। ফাইনাল পর্যন্ত সব ম্যাচ খেললে ১ কোটি ২৭ লাখ রুপি। এই টাকা ক্রিকেটাররা পাবেন তাঁদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির চুক্তি মূল্যের বাইরে।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ম্যাচ ফি হিসাবে মোট ১২ কোটি ৬০ লাখ রুপি বরাদ্দ রেখেছে। এই নতুন ব্যবস্থায় প্রতিটি ম্যাচে মাঠে নামা ১২ জন খেলোয়াড় (ইমপ্যাক্ট প্লেয়ারসহ) এই ম্যাচ ফি পাবেন, যা আইপিএল খেলোয়াড়দের জন্য একটি বড় প্রণোদনা হিসেবে কাজ করবে।