আইপিএলের তিন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাকিবের যোগাযোগ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৫:২২ পিএম

আইপিএলের তিন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাকিবের যোগাযোগ

ছবি: সংগৃহীত

গেল কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের জন্য যেন দুঃসংবাদের হিড়িক লেগেছিল। দেশে ফিরতে না পারা, গ্রেপ্তারি পরোয়ানা, চোখের সমস্যা তো ছিলই, সেই সঙ্গে যুক্ত হয়েছিল বোলিং নিষেধাজ্ঞাও। তবে সম্প্রতি দৃশ্যপটটা বদলে গেছে আচমকাই। যেই সাকিব আল হাসানের জন্য ক্রিকেটের মঞ্চটা কদিন আগেও ছিল অনিশ্চিত, সেই সাকিবই এবার আইপিএলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

গত ২০ মার্চ ইংল্যান্ডের বার্মিংহ্যাম থেকে সাকিবের বোলিং নিয়ে ভেসে আসে সুখবর। গ্যারেথ ব্যাটির অধীনে অনুশীলনের পর সাকিব বোলিং অ্যাকশনে পেয়েছেন ছাড়পত্র।

আর এরপরই সাকিব আল হাসান তিনটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা শুরু করেছেন। ইতোমধ্যে সাকিব আইপিএলের তিনটি দল—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ—এর সঙ্গে আলোচনা করেছেন, কারণ এই দলের স্পিন বিভাগ তুলনামূলকভাবে দুর্বল এবং সাকিব নিজের স্পিন বোলিং শক্তির সঙ্গে তাদের জন্য কার্যকর হতে পারেন।

তবে, আইপিএল ২০২৫ আজ থেকে শুরু হচ্ছে এবং সাকিবের এখনই খেলায় অংশগ্রহণ করার সম্ভাবনা কম। যদি কোনও খেলোয়াড় চোট পেয়ে বা অন্য কারণে ছিটকে যান, তবে সাকিবকে সুযোগ দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর সাকিব নিজেই জানিয়েছেন, তিনি আইপিএলে খেলতে পুরোপুরি প্রস্তুত।

আইপিএলে সাকিব আগেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১২ এবং ২০১৪ সালে শিরোপা জিতেছেন এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এক আসর খেলেছেন।

আরবি/এফআই

Link copied!