বিশ্বকাপ বাছাই পর্বে আগামী ২৬ মার্চ মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে সুপার ক্লাসিকো মহারণের আগে উভয় দলের বেশ কিছু তারকা ইনজুরিতে পড়েছেন। এছাড়া নিষেধাজ্ঞার কারণেও কয়েকজন খেলোয়াড় খেলতে পারবেন না এই ম্যাচে। আর এই তারকা খেলোয়াড়দের কারণে ম্যাচের উত্তেজনা কিছুটা কমতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
ব্রাজিলের অনুপস্থিত খেলোয়াড়রা:
- নেইমার জুনিয়র: চোটের কারণে ব্রাজিলের স্কোয়াড থেকে ছিটকে গেছেন এই তারকা ফরোয়ার্ড।
- অ্যালিসন বেকার: কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মাথায় আঘাত পাওয়ার পর তিনি আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না।
- গার্সন: এই মিডফিল্ডারও চোটের কারণে বাইরে আছেন।
- গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গুইমারেস: হলুদ কার্ডের কারণে পরবর্তী ম্যাচটি খেলতে পারবেন না এই দুই তারকা।
আর্জেন্টিনার অনুপস্থিত খেলোয়াড়রা:
- নিকোলাস গঞ্জালেস: উরুগুয়ের বিপক্ষে লাল কার্ড পাওয়ায়, তিনি ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না।
- লাউতারো মার্টিনেজ: মাংসপেশির চোটের কারণে তিনি আর্জেন্টিনার জন্য বড় একটি ক্ষতি।
- রদ্রিগো ডি পল: গত ৯ মার্চের ম্যাচে চোট পাওয়ার পর তার ফিটনেস পুরোপুরি পুনরুদ্ধার হয়নি। তবে কোচ স্কালোনি আশাবাদী যে তিনি ব্রাজিল ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন।
এই সব চোট এবং নিষেধাজ্ঞার কারণে ম্যাচটি আরও কঠিন হয়ে উঠেছে এবং দুই দলের কোচদের জন্য স্কোয়াড সাজানো আরও জটিল হয়ে পড়েছে। তবে, এদিকে ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয়ই বিশ্বকাপের জন্য নিজের অবস্থান দৃঢ় রাখতে এই ম্যাচে জয় চাইবে।
তবে এই ম্যাচ আর্জেন্টিনার জন্য বিশেষ গুরুত্ব বহন করবে। কারণ তারা যদি ব্রাজিলকে হারাতে পারে, তবে তাদের ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে। এখন দেখার বিষয়, সবকিছুর পরেও এই ক্লাসিকোটি কেমন হয়।
আপনার মতামত লিখুন :