ঢাকা সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সল্ট-কোহলি ঝড়ে কলকাতার মাঠে জয় দিয়ে শুরু বেঙ্গালুরুর

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৯:১৬ এএম
ছবি: সংগৃহীত

আইপিএলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের শুরুটা মোটেও ভালো হয়নি। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শেষে, ব্যাট করতে নেমে প্রথমে কুইন্টন ডি ককের উইকেট হারানোর পর সুনীল নারিন ও অধিনায়ক আজিঙ্কা রাহানের ঝড়ো ব্যাটিংয়ে কলকাতা বড় সংগ্রহের দিকে এগোচ্ছিল। তবে ক্রুনাল পান্ডিয়া এক স্পেলে ম্যাচের রাশ ঘুরিয়ে দেন।

শেষ পর্যন্ত কলকাতা চ্যালেঞ্জিং সংগ্রহ পেলেও, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে রান তাড়া করতে নেমে বিরাট কোহলির আরেকটি অনবদ্য ইনিংসের সামনে তারা পরাজিত হয়।

শনিবার (২২ মার্চ) কলকাতার ইডেন গার্ডেন্সে বিরাট কোহলি এবং ফিল সল্টের আক্রমণাত্মক হাফ সেঞ্চুরির কল্যাণে ১৭৫ রানের লক্ষ্যমাত্রা সহজেই অর্জন করে কলকাতা নাইট রাইডার্সকে পরাজিত করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২২ বল বাকি রেখে ৭ উইকেটে বিজয় লাভ করে রজত পতিদারের দল।

এদিন টসে জিতে বোলিং নিয়ে কলকাতাকে ৮ উইকেটে ১৭৪ রানে সীমাবদ্ধ করে বেঙ্গালুরু। কেকেআরের অধিনায়ক অজিঙ্কা রাহানের ৩১ বলে ৫৬ রান এবং সুনীল নারিনের ২৬ বলে ৪৪ রানের দুর্দান্ত ইনিংস অনেকটা আশা জাগিয়েছিল। কিন্তু বিরাট কোহলির অপরাজিত ৩৬ বলে ৫৯ রান এবং সল্টের ৩১ বলে ৫৬ রানের চমৎকার ইনিংস কেকেআরকে শুরুতেই বড় ধাক্কা দেয়।