ক্রিকেটারদের অভিযোগে ‘চাকরি’ হারালেন ইরফান পাঠান

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ১০:১২ এএম

ক্রিকেটারদের অভিযোগে ‘চাকরি’ হারালেন ইরফান পাঠান

ছবি: সংগৃহীত

আইপিএলে দল না পাওয়ার পর প্রথমবার ধারাভাষ্য দিতে ডাক পাওয়ায় আলোচনায় ছিলেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার কেইন উইলিয়ামসন। তবে এরই মাঝে আরেকটি ঘটনা ঘটেছে, যা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। সাবেক ভারতীয় ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার ইরফান পাঠান চাকরি হারিয়েছেন কয়েকজন ক্রিকেটারের অভিযোগের কারণে। তাকে আইপিএলের অফিসিয়াল ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে, এমন খবর ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

গত শুক্রবার ২০২৫ আইপিএলের ধারাভাষ্যকারদের নাম ঘোষণা করা হয়েছিল। সেখানে সাবেক ও বর্তমান পঞ্চাশোর্ধ ক্রিকেটারের নাম থাকলেও, ইরফানের নাম ছিল না। এ নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা। পরবর্তীতে জানা যায়, বেশ কয়েকজন ক্রিকেটারের অভিযোগের কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে।

‘মাইখেল’ সূত্রের বরাতে জানা গেছে, ক্রিকেটাররা অভিযোগ করেছেন যে, ধারাভাষ্য দেওয়ার সময় ব্যক্তিগত মতামত থেকে সিদ্ধান্ত নিয়ে কথা বলেন ইরফান পাঠান। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে পাঠান নির্দিষ্ট একজন ক্রিকেটারের বিষয়ে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন, যা ওই ক্রিকেটার ভালোভাবে নেননি এবং তাকে ফোনে ব্লক করে দেন। তবে এ বিষয়ে ইরফান পাঠানের সঙ্গে যোগাযোগ করলেও, কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এছাড়া সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক ও আইপিএল ম্যাচে নির্দিষ্ট কিছু ক্রিকেটারের সঙ্গে আলাপচারিতায় সময় ইরফানের অতিরিক্ত ‘অ্যাটিটিউড’ দেখানোও ভালোভাবে নেয়নি বিসিসিআই। সূত্রটি জানায়, “এগুলো না হলে তার নাম ধারাভাষ্য প্যানেলে থাকত। গত দুই বছর ধরেই সে কিছু নির্দিষ্ট খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যক্তিগত এজেন্ডা কায়েম করছে, যা ভালোভাবে নেওয়া হয়নি।”

ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা নতুন নয়। এর আগেও ক্রিকেটারদের অভিযোগের কারণে হার্শা ভোগলে এবং সঞ্জয় মাঞ্জরেকারদের মতো ধারাভাষ্যকারদের বাদ পড়ার ঘটনা ঘটেছিল। ২০২০ সালে ভারতের দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে সঞ্জয় মাঞ্জরেকার বাদ পড়েন, কারণ তিনি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে ‘ছোট ক্রিকেটার’ (বিটস অ্যান্ড পিসেস ক্রিকেটার) বলে মন্তব্য করেছিলেন। পরে তিনি জানান, বিসিসিআইয়ের সিদ্ধান্তের প্রতি তার সম্মান আছে এবং তিনি বোর্ডের সিদ্ধান্তে হতাশ নন।

এর আগে ২০১৬ আইপিএল শুরুর কিছুদিন আগে কোনো ব্যাখ্যা ছাড়াই ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছিল হার্শা ভোগলেকে। সেই সময় তিনি ফেসবুকে লিখেছিলেন, “আমাকে কেন আইপিএলে রাখা হয়নি আমি এখনো জানি না। মানুষ আমাকে পছন্দ করে না সেটি আমি মানছি, তবে আমি আশা করি না যে, কোনো ক্রিকেটারের অভিযোগের কারণে এমনটা ঘটেনি।”

আরবি/এফআই

Link copied!