ঢাকা মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

ভারতে এবার বাড়তি চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০২:২০ পিএম
ছবি: সংগৃহীত

ভারতে বাংলাদেশ দলের জন্য এবার বাড়তি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ দলের অনুশীলন ছিল ভারতীয় সময় সন্ধ্যা ৬টায়, কিন্তু নিরাপত্তা সংক্রান্ত কারণে সাংবাদিকদের স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়। নিরাপত্তা কর্মী ঘোষণা করেছিলেন যে, বাংলাদেশ দলের অনুশীলন রাত সাড়ে ৮টায় হবে, তাই সাংবাদিকদের গেট বন্ধ করে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়।

এ ছাড়া, বাংলাদেশ দলের অনুশীলনের জন্য বরাদ্দ করা মাঠটি ছিল আর্টিফিসিয়াল টার্ফ, যার মধ্যে অনুশীলন করতে গিয়ে দলের খেলোয়াড়রা কিছুটা অস্বস্তি অনুভব করছেন। প্রাকৃতিক ঘাসের মাঠে খেলার জন্য কিছুটা প্রস্তুতি নিলেও, এবার বাংলাদেশকে এজন্য একধাপ বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। বাংলাদেশ দলের সিনিয়র ফুটবলার সাদ উদ্দিন বলছেন, “২০১৯ সালে ভারতে খেলেছিলাম, কিন্তু এবার পরিস্থিতি একটু ভিন্ন।”

জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন দলের অভিজ্ঞতার আলোকে শিষ্যদের বাইরের চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “ভিন্ন রকম সমস্যা থাকলেও, আমরা প্রস্তুত আছি এবং চেষ্টা করছি এগুলো কাটিয়ে উঠতে।”

মাঠের প্রস্তুতি নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও, বাংলাদেশ দলের মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা চৌধুরীর সাথে কাজ করে অনেক কিছু শিখছেন। হৃদয় বলেন, “হামজা ভাইয়ের কাছ থেকে মাঠ ও মাঠের বাইরের অনেক কিছু শিখছি। তিনি আমার জন্য একশতে একশ।”

এবারের ম্যাচটি বাংলাদেশ-ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ, এবং দলের খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছেন।