ঢাকা মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

কেন ‘হিট আউট’ হলেন না সুনিল নারিন?

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০২:৪১ পিএম
ছবি: সংগৃহীত

২০২৩ সালের আইপিএল উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের সুনিল নারিনের একটি ঘটনা নিয়ে হইচই শুরু হয়েছে। কলকাতা ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের অষ্টম ওভারে একটি অদ্ভুত ঘটনা ঘটে। রাসিখ সালামের শট লেংথের বলটি সুনিল নারিন ছেড়ে দেন এবং বলটি উইকেটকিপারের হাতে চলে যায়। তবে, সুনিলের ব্যাট স্টাম্পে লাগলে একটি বেল পড়ে যায় এবং জিং লাইটও জ্বলে ওঠে। এ ঘটনা দেখে বেঙ্গালুরুর টিম ডেভিড এবং ভিরাট কোহলি হিট আউটের জন্য আবেদন জানালেও, আম্পায়ার তা অগ্রাহ্য করেন।

ক্রিকেটীয় আইন কী বলে?

এ ক্ষেত্রে প্রশ্ন উঠেছে কেন সুনিল নারিন আউট হলেন না। এর উত্তরে ক্রিকেটের আইন প্রণয়নের সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) এর ৩৫.১.১.২ থেকে ৩৫.১.১.৪ ধারায় ব্যাখ্যা রয়েছে। এই ধারাগুলি অনুযায়ী, একজন ব্যাটসম্যান তখনই হিট আউট হবেন যখন:

  1. তিনি প্রথম রান নেয়ার জন্য দৌড় শুরু করতে গিয়ে উইকেট ভাঙবেন।

  2. অথবা বল ছেড়ে দেওয়ার পর তৎক্ষণাৎ উইকেট ভাঙবেন।

  3. অথবা বল স্টাম্পে লাগা থেকে বাঁচাতে গিয়ে উইকেট ভাঙবেন।

এ ক্ষেত্রে সুনিল নারিনের ব্যাট স্টাম্পে লাগলেও, বলটি উইকেটকিপারের হাতে চলে গিয়েছিল এবং সেই কারণে বলটি “ডেড” হয়ে গেছে। অর্থাৎ, তিনি আউট হওয়ার সময়সীমা পার হয়ে গেছেন। এমতাবস্থায়, তাকে আউট ঘোষণা করা হয়নি।

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলরের ঘটনা:

এই ধরনের পরিস্থিতি আগে দেখা গিয়েছিল। বাংলাদেশের বিপক্ষে ২০১৩ সালে জিম্বাবুয়ের ব্যাটসম্যান ব্রেন্ডন টেলরও এমন একটি ঘটনায় আউট হয়েছিলেন। তবে, সেদিনের প্রেক্ষাপট ছিল ভিন্ন। সেই সময় ফিল্ড আম্পায়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যে বলটি ডেড হয়ে গেছে এবং টেলরের ব্যাট স্টাম্পে আঘাত করায় তাকে আউট দেওয়া হয়।