বুধবার, ২৬ মার্চ, ২০২৫

হুইলচেয়ারে বসে থাকলেও এরা আমাকে ছাড়বে না, অবসর প্রসঙ্গে ধোনি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৪:০১ পিএম

হুইলচেয়ারে বসে থাকলেও এরা আমাকে ছাড়বে না, অবসর প্রসঙ্গে ধোনি

ছবি: সংগৃহীত

ভারতীয় জাতীয় দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে তিনি ২০২০ সালেই অবসর নিয়েছেন। বর্তমানে বয়স ৪৩ পার করেছেন এই কিংবদন্তী ক্রিকেটার। তবে তিনি নিয়মিত খেলে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। 

গতকাল পর্দা উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮ তম আসরের। এবারের আসরে ধোনি খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। আর এবার আসর শুরু হতে না হতেই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে এবারই কি শেষবারের মতো মাঠে দেখা যাবে ৪৩ বছর বয়সী এই ক্রিকেটারকে!

যদিও এই জল্পনার নেপথ্যে আছেন ধোনি নিজেই। গতকাল দলের প্রস্তুতি শিবিরে যোগ দিতে ধোনি চেন্নাইয়ে এসেছিলেন বিশেষ বার্তা লেখা টি-শার্ট পরে। যেখানে লেখা ছিল ‘শেষ বারের মতো’। তাই ধোনি ভক্তরা ভাবতেই পারেন এবারই হয়তো শেষ বারের মতো মাঠে দেখা যাবে এই ক্রিকেটারকে। 

তবে ধোনি বুঝিয়ে দিয়েছেন অবসরের ভাবনা এখন তাঁর মাথায় নেই। বিশেষত আইপিএলে মাঠে নামার আগে এ সব নিয়ে ভাবছেন না। শনিবার (২২ মার্চ) অবসর নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে ধোনি বলেছেন, ‘যত দিন ইচ্ছা হবে, তত দিন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলব। এটা আমার দল। আমি হুইলচেয়ারে বসে থাকলেও এরা আমাকে ছাড়বে না।’

ধোনির সুরেই কথা বলেছেন দলটির অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। ধোনির অবসর প্রসঙ্গে তিনি বলেন, ‘ধোনি সব সময় আমাদের সঙ্গে রয়েছে। আমার মনে হয়, ধোনিও আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারে।‘

‘ধোনি দলের সকলের অনুপ্রেরণা। আমারও। ৪৩ বছর বয়সেও যে ভাবে খেলছে, সেটা এক কথায় অসাধারণ। সত্যিই প্রশংসনীয়। আমরা নিশ্চিত মাহিভাই নিজের সেরাটা দেবে দলের জন্য। গত দু’বছর যে ভাবে খেলেছে, সে ভাবেই খেলবে। কোনও পরিবর্তন দেখতে পাচ্ছি না। গুরুত্বপূর্ণ ইনিংসগুলো আমরা মাহি ভাইয়ের ব্যাট থেকেই পাব।’ যোগ করেন তিনি। 

প্রসঙ্গত, ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর আর ভারতের জার্সিতে খেলেননি ধোনি। তবে গত কয়েক বছর ধরেই নিয়মিত আইপিএল খেলে যাচ্ছেন তিনি। আজ রোববার (২৩ মার্চ) ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। 
 

আরবি/আরডি

Link copied!