বিশ্বকাপ বাছাইপর্বে শেষ মুহূর্তের নাটকীয়তায় কলম্বিয়ার বিপক্ষে জয় পেয়েছিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ান ব্রাজিল। পরবর্তী ম্যাচে সেলেসাওরা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার। এই ম্যাচকে ঘিরে এরইমধ্যে কৌশল সাজাতে শুরু করে দিয়েছে ব্রাজিল।
আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোর ৬টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচে থাকছেন না আর্জেন্টিনার ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজ, লিওনেল মেসি এবং আলেহান্দ্রো গার্নাচো, পাওলো দিবালার মতো তারকারা।
তবে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডরা না থাকলেও তরুণদের সমীহ করে দেখছেন ব্রাজিলের ডিফেন্ডার গিয়ের্মে আরানা। তিনি মনে করেন, আর্জেন্টিনার ফরোয়ার্ডদের থামাতে ম্যাচজুড়েই রাখতে হবে সর্বোচ্চ মনোযোগ। তাছাড়া প্রতিপক্ষের আক্রমণভাগকে অকার্যকর করতে হলে রক্ষণভাগের প্রতিটি খেলোয়াড়কে থাকতে হবে সজাগ ও দায়িত্বশীল বলেও তিনি মনে করেন।
এদিকে উরুগুয়ের বিপক্ষে দলের তরুণ ফরোয়ার্ড থিয়াগো আলমাদা, নিকো গঞ্জালেসরা দারুণ খেলেছেন। এমনকি উরুগুয়ের ঘরের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়েও ফিরেছে।
আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ডদের নিয়ে আরানা বলেন, ‘আর্জেন্টিনা দারুণ ছন্দে আছে। তাদের আক্রমণভাগ সবসময়ই বিপজ্জনক। তাই আমাদের প্রতিটি মুহূর্তে মনোযোগ ধরে রাখতে হবে। আক্রমণ রুখতে ভালো পজিশনিংয়ের কোনো বিকল্প নেই।’
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই আলাদা এক আবহ বলে মনে করেন এই ডিফেন্ডার। তাই তিনি বলেছেন, ‘দুই দলই জয়ের জন্য লড়াই করে। আমাদের দলে অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা এমন চাপের ম্যাচে আগেও খেলেছে। জয়টাই আমাদের মূল লক্ষ্য।’
উল্লেখ্য, বিশ্বকাপ বাছায়ে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের টেবিলে