মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

তাসকিনের অভিষেকের সম্ভাবনা ম্লান, লখনৌতে নতুন পেসার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৫:১১ পিএম

তাসকিনের অভিষেকের সম্ভাবনা ম্লান, লখনৌতে নতুন পেসার

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের। এমনটাই ভাবা হচ্ছিল তাসকিনের এক মন্তব্যের পর। গত শুক্রবার (২১ মার্চ) এক অনুষ্ঠানে তাসকিন জানান, ২০২৫ মৌসুমে আইপিএলে খেলার সম্ভাবনা রয়েছে তার। লখনৌ সুপার জায়ান্টস তার সঙ্গে আলোচনা করেছে এবং প্রয়োজন হলে তাকে ডাকা হবে।

কিন্তু তাসকিনের আইপিএল অভিষেকের সেই সম্ভাবনা হাওয়ায় মিশে গেছে। লখনৌ সুপার জায়ান্টসের পেসার মহসিন খান ইনজুরির কারণে ছিটকে গেছেন পুরো মৌসুম থেকে। তার পরিবর্তে দেশি অল রাউন্ডার শার্দুল ঠাকুরকে দলে ভিড়িয়েছে লখনৌ।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মহসিন এখন ৫০ শতাংশ ফিট। মাঠে নামতে আরও পাঁচ থেকে ছ’সপ্তাহ লাগতে পারে তাঁর। তাই ঝুঁকি না নিয়ে শার্দুলের সঙ্গে চুক্তি করেছে লখনৌ কর্তৃপক্ষ। ২ কোটি রুপির বেজ প্রাইজে দলে নেওয়া হয়েছে মুম্বাইয়ের ক্রিকেটারকে। শনিবার বিকালে ফিটনেস রিপোর্ট হাতে পাওয়ার পর সই করানো হয়েছে শার্দুলকে।

আইপিএলে এখন পর্যন্ত শার্দুল ঠাকুর ৯৫ ম্যাচ খেলে ৯৪ উইকেট শিকার করেছেন। এর আগে, চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস, রাইজিং পুনে সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, ও কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলেছেন এই পেসার।

বোলিং এর পাশাপাশি ব্যাট হাতেও বেশ কার্যকর শার্দুল। আইপিএলে খেলেছেন সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস। এছাড়াও বেশ কয়েকটি ম্যাচ জেতানো ইনিংসও আছে এই ভারতীয় বোলারের।

আরবি/আরডি

Link copied!