দীর্ঘ ১১ বছর ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট সংগঠন ক্রিকেটার্স ওয়েল ফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন নাঈমুর রহমান ও দেবব্রত পাল। দীর্ঘদিন ধরেই এই সংগঠনটি পুনর্গঠনের আলোচনা হচ্ছিলো। কিন্ত পূর্বে সেই আলোচনা আশার আলো দেখেনি।
আজ রোববার (২৩ মার্চ) আলোচনা শেষে এই কমিটি বিলুপ্ত করা হয়েছে। কমিটি বিলুপ্তির বিষয়টি সাবেক দু’জনই মেনে নিয়েছে বলে জানিয়েছেন আকরাম খান।
দুর্জয়-দেবব্রতের এই কমিটি বিলুপ্তের পাশাপাশি আজ ১৩ সদস্যে নতুন একটি এড-হক কমিটিও গঠন করা হয়। যেখানে আছেন প্রধানের দায়িত্বে হিসেবে দেখা যাবে সাবেক ক্রিকেটার ও বর্তমানে ম্যাচ রেফারি সেলিম শাহেদ।
এই কমিটিতে আট বিভাগীয় দলের প্রতিনিধির সঙ্গে আছেন মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, নিয়ামুর রশিদ ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত
দায়িত্ব নেওয়ার পর আহ্বায়ক সেলিম সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমাদের প্রথম কাজ হবে গঠনতন্ত্রকে একটা কাঠামোর মধ্যে আনা। যেন প্রক্রিয়াটা মেনে চলা হয়। সিস্টেমটার উন্নতি করার চেষ্টা করব। গঠনতন্ত্র আপডেট করব।’
আপনার মতামত লিখুন :