মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
আইপিএল ২০২৫

এক ইনিংসেই হায়দ্রাবাদের যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৭:৩২ পিএম

এক ইনিংসেই হায়দ্রাবাদের যত রেকর্ড

ছবি: সংগৃহীত

গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ট্রাভিস হেড, হেনিরিখ ক্লাসেন, অভিষেক শর্ম, নীতিশ রেড্ডিরা রীতিমতো ঝড় তুলেছিলো। সেই ধারাবাহিকতা ধরে রাখতে এবারও এই চার তারকাকে ছাড়েনি দলটি। সেই সাথে দলে ভিড়িয়েছে ইশান কিশানকে। যার প্রভাব দেখা গেছে মাঠেও।

আজ আইপিএলের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে রাজস্থানের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিন ব্যাট করতে নেমে শুরু থেকেই রাজস্থানের বোলারদের ওপর চড়াও হয় হায়দ্রাবাদের ব্যাটাররা এবং শেষ পর্যন্ত ২৮৬ রানের বিশাল সংগ্রহ দার করায় দলটি।

আর ২ করলেই টপকে তারা টপকে যেতে পারতো নিজেদের করা গত বছরের এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড। তবে সেই রেকর্ডটি ছোঁয়া না হলেও আজ বেশ কিছু রেকর্ড ভেঙ্গেছে হায়দ্রাবাদ।

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ

আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের তালিকায় সানরাইজার্স হায়দ্রাবাদের জয় জয়কার।

২৮৭/৩ - সানরাইজার্স হায়দরাবাদ, প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (২০২৪)

২৮৬/৬ - সানরাইজার্স হায়দরাবাদ, প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস (২০২৫)

২৭৭/৩ - সানরাইজার্স হায়দরাবাদ, প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স (২০২৩)

আইপিএল ইতিহাসের সবচেয়ে খরুচে স্পেল

আজ হায়দ্রাবাদের ব্যাটারদের তান্ডবে লজ্জ্বার এক রেকর্ড গড়েছেন রাজস্থানের পেসার জফরা আর্চার। ৪ ওভার বল করে কোন উইকেট না নিয়ে এই ব্যাটার ৭৬ রান খরচ করেছেন। এর আগে সর্বোচ্চ ৭৩ রান হজম করেছিলেন মোহিত শর্মা।

৭৬/০ - জফরা আর্চার, প্রতিপক্ষ হায়দরাবাদ (২০২৫)

৭৩/০ - মোহিত শর্মা, প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস (২০২৪)

৭০/০ - বাসিল থাম্পি প্রতিপক্ষ ব্যাঙ্গালুরু (২০১৮)

আইপিএলে পাওয়ারপ্লেতে সবচেয়ে চার  

পাওয়ার প্লের ৬ ওভারে হায়দ্রাবাদ আজ তুলেছে ৯৪ রান। এছাড়া পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি চার হাকানোর রেকর্ডটিও নিজেদের করে নিয়েছে হায়দ্রাবাদ। যা আইপিএল ইতিহাসে নজির বিহীন।

১৫ - সানরাইজার্স হায়দরাবাদ, প্রতিপক্ষ রাজস্থান (২০২৫)

১৩ - দিল্লি ক্যাপিটালস, প্রতিপক্ষ পাঞ্জাব (২০২২)

১৩ - সানরাইজার্স হায়দরাবাদ, প্রতিপক্ষ লখনৌ (২০২৪)

আইপিএলের এক ইনিংসে সবচেয়ে বেশি বাউন্ডারি

আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারি হাকানোর রেকর্ডটিও আজ নিজেদের করে নিয়েছে সানরাইজার্স। এর আগে এই রেকর্ডটি ছিলো র‌য়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে তারা ৪২টি বাউন্ডারি হাকিয়েছিলো।

৪৬ - সানরাইজার্স হায়দরাবাদ, প্রতিপক্ষ রাজস্থান (২০২৫)

৪২ - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, প্রতিপক্ষ পুনে ওয়ারিয়র্স (২০১৩)

৪১ - লখনৌ সুপার জায়ান্টস, প্রতিপক্ষ পাঞ্জাব কিংস (২০২৩)

আরবি/আরডি

Link copied!