মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
আইপিএল ২০২৫

রেকর্ড গড়ার দিনে রাজস্থানকে হারাল হায়দ্রাবাদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৮:০৩ পিএম

রেকর্ড গড়ার দিনে রাজস্থানকে হারাল হায়দ্রাবাদ

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিজেদের প্রথম ম্যাচে ইশান কিশানের সেঞ্চুরিতে বিশাল সংগ্রহে রাজস্থানের সাথে জয় পেয়েছে হায়দ্রাবাদ। রাজস্থানের বিপক্ষে দলটি জিতেছে ৪৪ রানে।

আজ রোববার (২৩ মার্চ) আইপিএলের দ্বিতীয় ম্যাচে নিজেদের ঘরের মাঠে শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ২৮৬ রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। বিপরীতে ২৪২ রানেই থামে রাজস্থানের ইনিংস।

এ দিন ব্যাটিং এ নামার পরই আগ্রাসী ব্যাটিং শুরু করে হায়দ্রাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। তবে সেই ঝড় বেশিক্ষণ টেকেনি। ব্যক্তিগত ২৪ রানেই থিকসানার শিকার হন অভিষেক।

এরপর হেড ঝড়ের সাক্ষী হতে মাঠে নামেন ইশান কিশান। তবে ঝড়ের সাক্ষী হতে নেমে  চড়াও হন রাজস্থানের কিশানও। দলীয় ১৩০ রানে হেড ঝড় থামলেও একপ্রান্ত আগলে রেখে রাজস্থানের বোলারদের তুলোধুনো করতে থাকেন কিশান।

৩১ বলে ৬৭ রান করে হেড আউট হওয়ার পর নিতীশ রেড্ডি ও হেনরি ক্লাসেনকে নিয়ে রানের চাকা সচল রাখেন কিশান। শেষ পর্যন্ত ক্লাসেনের ১৪ বলে ৩৪, রেড্ডির ১৫ বলে ৩০ এবং ইশান কিশানের ৪৭ বলে ১০৬ রানে ভর করে ২৮৬ রান সংগ্রহ করে হায়দ্রাবাদ।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভার থেকেই সানরাইজার্স বোলারদের ওপর চড়াও হন সেঞ্জু স্যামসন। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি জস্বশ্রী জয়শাল। দলীয় খাতায় মাত্র ১ রান যোগ করেই সাজঘরে ফেরেন তিনি। এরপর থিতু হতে পারেননি রিয়ান পরাগ ও নিতিশ রানা। একটি মাত্র বাউন্ডারি হাকিয়ে বিদায় নেন পরাগ আর নিতিশ করেন ১১ রান।

তবে একপ্রান্ত আগলে রেখে ঠিকই রানের গতি তুলতে থাকেন সঞ্জু। তাকে যোগ্য সঙ্গ দেন তরুণ ধ্রুব জুরেল। তবে ইনিংসের ১৪ তম ওভারের শেষ বলে মোহাম্মদ শামির শিকার হন হন সঞ্জু স্যামসন। ৭টি চার ও চারটি ৬ হাঁকিয়ে এ ব্যাটার করেন ৬৬ রান।

এরপর টিকতে পারেননি জুরেলও। পরের ওভারেই অ্যাডাম জাম্পার শিকার হন তিনি। আউট হওয়ার আগে এই উইকেটকিপার ব্যাপার করেন ৩৫ বলে ৭০ রান।

তবে শেষ দিকে শেমরন হেটমায়ার ও সুভম দুবে রান তুললেও তা ম্যাচ জেতার জন্য যথেষ্ঠ ছিলো না। ফলে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৪২ রানে থামে রাজস্থানের ইনিংস।

আরবি/আরডি

Link copied!