ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫

নাম বদলের তালিকায় আরও দুই আন্তর্জাতিক স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৮:৪২ পিএম
ছবি: সংগৃহীত

গত আগস্টে অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে বেশ কয়েকটি স্থাপনার নাম পাল্টানো হয়েছে। সেই তালিকায় এবার যোগ হলো আরও কয়েকটি নাম। এর মধ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নতুন নাম হয়েছে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম।

গতকাল শনিবার (২২ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নাম বদলে হয়েছে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম। উল্লেখ্য, ক’দিন আগেই ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম বদলে করা হয়েছে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স।

এ ছাড়াও এই বিজ্ঞপ্তির মাধ্যমে বিভাগীয় পর্যায়ে দু’টি স্টেডিয়াম, জেলা পর্যায়ে ১৬টি ও উপজেলা পর্যায়ে দু’টি স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের নাম বদলে করা হয়েছে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম।