দীর্ঘ ১৬ মাস পর জাতীয় দলে ডাক পেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র। তবে শেষ মুহূর্তে ইনজুরির কারণে দল থেকে ছিটেকে পড়েন তিনি। এছাড়াও ক্যারিয়ারের বিশেষ সময় জুড়েই ইনজুরিতে ভুগেছে নেইমার। সবশেষ ২০২২ বিশ্বকাপেও নেইমার ছিলেন ইনজুরিতে।
এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে আগামী ২০২৬ সালের বিশ্বকাপে নিজেকে ফিট রাখতে পারবেন কিনা এই তারকা খেলোয়াড়!
এনিয়ে কথা বলেছেন, ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক তারকা জয়ী খেলোয়াড় রোনালদো নাজারিও। তার মতে, আগামী বিশ্বকাপে খেলবেন নেইমার। কিন্তু সেজন্য তাকে ত্যাগ স্বীকার করতে হবে।
এর আগে ২০২৩ সালে পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল-হিলালে যোগ দেন নেইমার। একই বছর বিশ্বকাপ বাছায়ের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। ফলে আল-হিলালে খুব একটা স্বাচ্ছন্দে কাটেনি এই ফুটবলারের। এরপর গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিয়ে ছন্দে ফেরেন নেইমার। তবে সে যাত্রা বেশিদিন টেকেনি। আবারও ইনজুরির কবলে পড়েছেন তিনি।
নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে রোনালদো বলেন, ‘আমি বিশ্বাস করি নেইমার আগামী বিশ্বকাপে থাকবে। নেইমার অসাধারণ এক প্রতিভা। কিন্তু তাকে (ব্রাজিলের জন্য) নিজেকে উৎসর্গ করতে হবে। এটা (বিশ্বকাপে খেলা) তার হাতে।’
নেইমারের মতোই ভয়াবহ সব ইনজুরি পার করেছেন রোনালদো। ১৯৯৮ বিশ্বকাপে ফাইনালে তিনি ইনজুরি নিয়ে খেলেছেন। এরপর ২০০২ বিশ্বকাপের ফাইনালেও তার ইনজুরি ছিল। ইনজুরি থেকে প্রতিপক্ষের মনোযোগ সরাতে অদ্ভূত হেয়ার স্টাইল করেছিলেন রোনালদো নাজারিও।
নেইমারকে কী কী ত্যাগ স্বীকার করতে তা উল্লেখ করে ব্যালন ডি’অর জয়ী রোনালদো বলেন, ‘কেবল ত্যাগের বিনিময়ে সে বিশ্বকাপে যেতে পারবে। বিশ্বকাপের বাকি আর এক বছর। সে ভালো অবস্থানে থেকে বিশ্বকাপে গেলে আমাদের (ব্রাজিলের) ভালো সুযোগ আছে। সেজন্য তাকে ত্যাগ স্বীকার করতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে, ঠিক মতো অনুশীলন করতে হবে এবং ঘুমাতে হবে।’