মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

আইপিএলের ‘এল ক্লাসিকো’তে মুম্বাইয়ের চ্যালেঞ্জিং সংগ্রহ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৯:৪৬ পিএম

আইপিএলের ‘এল ক্লাসিকো’তে মুম্বাইয়ের চ্যালেঞ্জিং সংগ্রহ

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ‘এল ক্লাসিকো’-তে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি সংগ্রহ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।  

আজ রোববার (২৩ মার্চ) টস হেরে ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মুম্বাই। তবে শেষ পর্যন্ত দলীয় প্রচেষ্টায় নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে মুম্বাই।

এদিন টস হেরে ব্যাট করতে নামা মুম্বাই শুরুতেই ধাক্কা খায় দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মাকে হারিয়ে। ইনিংসের প্রথম ওভারেই খলিল আহমেদের শিকার হন তিনি। এরপর নিজের দ্বিতীয় ওভারে রায়ান রিকেলটনকে ফেরান খলিল।

এরপর নিজের পুরোনো দলে ফেরা রবীচন্দ্র অশ্বিনের শিকার হন উইল জ্যাকস। ফলে পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে মুম্বাই।

এদিন পুরো ইনিংস জুড়েই ছিল চেন্নাইয়ের বোলারদের দাপট। মাঝখানে অধিনায়ক সূর্য কুমার যাদব ও তিলক ভর্মা জুঁটি গড়ার চেষ্টা করলেও তা বড় করতে পারেনি। আফগান স্পিনার নূর আহমেদের ঘূর্ণিতে ছন্ন ছাড়া হয়ে পড়ে মুম্বায়ের ব্যাটিং লাইনআপ।

চেন্নাইয়ের সাবেক খেলোয়াড় দীপক চাহারের ১৫ বলে ২৮ ও মিচেল স্লান্টনারের ১৩ বলে ১১ রানে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় মুম্বায়।

চেন্নায়ের হয়ে ৪টি উইকেট শিকার করেছেন নূর আহমেদ, খলিল আহমেদের ঝুলিতে ওঠে ৩ উইকেট। এছাড়া নাথান এলিস ও রবীচন্দ্র অম্বিন নেন একটি করে উইকেট

আরবি/আরডি

Link copied!