বুধবার, ২৬ মার্চ, ২০২৫
উয়েফা নেশনস লিগ

নাটকীয়তা শেষে সেমিতে পর্তুগাল

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৯:৪৯ এএম

নাটকীয়তা শেষে সেমিতে পর্তুগাল

ছবি: সংগৃহীত

উয়েফা নেশনস লিগের শেষ আটের প্রথম লেগে ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল পর্তুগাল। সেই ম্যাচের পর ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিলেন, দ্বিতীয় লেগে তার দল ঘুরে দাঁড়াবে। আর তাই ঘটেছে। রোববার (২৩ মার্চ) লিসবনে ডেনমার্ককে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে পর্তুগাল।

সেমিফাইনালে পৌঁছানোর জন্য দ্বিতীয় লেগে অন্তত এক গোলে এগিয়ে থেকে জয় লাভ করা প্রয়োজন ছিল পর্তুগালের। এদিন ম্যাচের নির্ধারিত সময়ে ৩-২ গোলে জয়ী হলেও অ্যাগ্রিগেডে সমতা ছিল। তাই ম্যাচটি অতিরিক্ত সময়ে চলে যায়। অতিরিক্ত সময়ে দুর্দান্ত খেলে পর্তুগাল ৫-২ গোলে জিতে সেমিফাইনালে পা রাখে।

ম্যাচের শুরুতেই পর্তুগাল এগিয়ে যেতে পারত, কিন্তু ষষ্ঠ মিনিটে রোনালদোর পেনাল্টি সেভ করেন ডেনমার্কের গোলরক্ষক। তবে লিড নিতে বেশি অপেক্ষা করতে হয়নি পর্তুগালকে। ৩৮ মিনিটে অ্যান্ডারসেনের গোলে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে পর্তুগাল।

কিন্তু খেলা তখনো বাকি। দ্বিতীয় হাফে আবারও গোল করে ডেনমার্ক এগিয়ে যায়। ৫৬তম মিনিটে ক্রিস্টেনসেন গোল করে ডেনমার্ককে আবারও লিড এনে দেন। তবে পরবর্তীতে ৭২ মিনিটে রোনালদো গোল করে পর্তুগালকে সমতায় ফিরিয়ে আনেন। এটি ছিল তার ক্যারিয়ারের ৯২৯তম গোল। তবে এরপর ৭৬ মিনিটে এরিকসেনের গোলে ডেনমার্ক আবারও সমতায় ফেরে। পর্তুগাল তখন মনে করছিল, ম্যাচটি হয়তো তাদের হাতছাড়া হয়ে যাবে।

তবে নাটকের শেষ তখনো বাকি ছিল। ৮৬তম মিনিটে ফ্রান্সিসকো ট্রিনকাও পর্তুগালের হয়ে তৃতীয় গোলটি করেন। নির্ধারিত সময় শেষে ৩-২ গোলে জয়ী হলেও অ্যাগ্রিগেডে সমতা থাকায় ম্যাচটি অতিরিক্ত সময়ে চলে যায়। অতিরিক্ত সময়ে পর্তুগাল বাজিমাত করে।

নির্ধারিত সময় শেষে রোনালদোকে তুলে নেন কোচ এবং তার বদলি হিসেবে নামেন গোনকালো রামোস। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই ট্রিনকাও আরেকটি গোল করেন। এরপর ১১৫তম মিনিটে রামোস ডেনমার্কের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। ৫-৩ গোলে জয়ী হয়ে পর্তুগাল নেশনস লিগের সেমিফাইনালের টিকিট পায়। সেমিতে তাদের প্রতিপক্ষ হবে জার্মানি।

আরবি/এফআই

Link copied!