ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫

আইপিএল

চেন্নাইয়ে মুস্তাফিজের রেকর্ড ভাঙলেন আফগান স্পিনার

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০১:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে সফলতম দল কারা? এ প্রশ্নের উত্তরে যে কেউ অনায়াসে বলে দেবে চেন্নাই ও মুম্বাইয়ের কথা। কারণ এই দুই দলই তাদের ট্রফি ক্যাবিনেটে যুক্ত করেছে ৫টি করে শিরোপা।

তবে সফলতম দলের তালিকায় দুই দল থাকলেও, আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দল হচ্ছে চেন্নাই সুপার কিংস। তারা টুর্নামেন্টের প্লে-অফ খেলেছে ১২ বার।

গেল আসরে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সেই দলে জায়গা পাওয়ার পর থেকেই ছিল আলাদা উন্মাদনা। মুস্তাফিজও চেন্নাই শিবিরকে নিরাশ করেননি। বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচেই পেয়েছিলেন ২২ রান খরচায় ৪ উইকেট। তবে হঠাৎ করে এক বছর আগের সেই স্মৃতি পুনরায় মনে করিয়ে দেওয়ার কারণ কী? আসলে মুস্তাফিজ আইপিএলে নিজের সেই স্পেল দিয়েই যে রেকর্ড গড়েছিলেন, এক বছরের মাথায় রোববার তা ভেঙেছেন চেন্নাইয়ের আফগান স্পিনার নূর আহমেদ।

এদিন নূর আহমেদ তার চেন্নাই অভিষেকেও পেয়েছেন ৪ উইকেট। তবে রান খরচ করেছেন ১৮। স্পেল বিবেচনায় তাই মুস্তাফিজের ওপরেই থাকছেন নূর।

নূর আহমেদ এই ম্যাচে শিকার করেছেন সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, রবিন মিঞ্জ এবং নামান ধীরের উইকেট। তার ওই স্পেলের সুবাদেই মাত্র ১৫৫ রানে শেষ হয় মুম্বাইয়ের ব্যাটিং। যার ধারাবাহিকতায় ৫ বল ও ৪ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে তারা। আর বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে এদিন শেষ পর্যন্ত ম্যান অব দ্য ম্যাচও হন নূর আহমেদ।