বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

তামিমের জন্য শাহরুখ খানের দলের প্রার্থনা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০২:২৮ পিএম

তামিমের জন্য শাহরুখ খানের দলের প্রার্থনা

ছবি: সংগৃহীত

ডিপিএলের ম্যাচ চলাকালীন সময় হার্ট অ্যাটাকের শিকার হওয়া তামিম ইকবালের হার্টে রিং পরানোর পাশাপাশি রাখা হয়েছে লাইফ সাপোর্টে।

বাংলাদেশের সাবেক অধিনায়কের অসুস্থতার সংবাদ মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে ক্রিকেট বিশ্বে। ইতোমধ্যে বিসিবি থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। সেই সঙ্গে এবার তামিমের সুস্থতা কামনা করেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের মালিকানাধীন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স—কেকেআর।

সোমবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তামিমের সুস্থতা কামনা করে একটি পোস্ট দিয়েছে কেকেআর।  পোস্টে তামিমের একটি ছবির সাথে ক্যাপশনে লেখা, দ্রুত সুস্থ হয়ে ওঠো তামিম, পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।

এর আগে, সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে বুকে তীব্র ব্যথা অনুভব করেন তামিম। এরপর তাকে বিকেএসপির পাশে কেপিজি হাসপাতালে (পূর্বের ফজিলাতুননেসা মুজিব হাসপাতাল) ভর্তি করা হয়।

তামিমের দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, হঠাৎ অসুস্থ হওয়ার পর প্রথমে তামিমকে হেলিকপ্টারে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাকে কেপিজি হাসপাতালে (পূর্বের ফজিলাতুননেসা মুজিব হাসপাতাল) ভর্তি করা হয়।

জানা গেছে, শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেই তাকে ঢাকায় আনার কথা রয়েছে।

আরবি/এফআই

Link copied!