বুধবার, ২৬ মার্চ, ২০২৫

জ্ঞান ফিরেছে তামিমের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৩:৫৯ পিএম

জ্ঞান ফিরেছে তামিমের

ছবি: সংগৃহীত

কিছুটা হলেও স্বস্ত্বির খবর পাওয়া গেছে তামিম ভক্তদের জন্য। হাসপাতালে জ্ঞান ফিরেছে তামিম ইকবালের। এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে কথাও হয়েছে তার। তবে আপাতত এই হাসপাতালেই ৪৮ ঘণ্টা অবজারভেশনে থাকবেন তিনি।

সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের (পূর্বের ফজিলাতুননেসা মুজিব হাসপাতাল) ডিরেক্টর . রাজিব জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিকেএসপিতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে হাসপাতালে আনা হলে আমরা চিন্তা করি তাকে ঢাকায় নিয়ে যাওয়া যাবে কিনা। বিভিন্ন কারণে ঢাকায় নেয়া সম্ভব হয়নি। পরবর্তীতে তার অবস্থার আরও অবনতি হয়। ওই অবস্থায় প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেয়া হয়।

তিনি আরও জানান, একটা হার্ট অ্যাটাক হয়েছিল এটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্ট এবং স্ট্রেন্থ করা হয়। এটা খুবই স্মুথলি এবং এফিসিয়েন্ট হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ আছে ওনি করেছেন। এবং খুব ভালো হয়েছে ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। আমরা যেমনটি বলছিলাম একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, এখন উনি অবজারভেশনে আছেন একটু সময় লাগবে। আমরা সবাই উনার জন্য প্রাণপণ চেষ্টা করছি।

এর আগে, সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে বুকে তীব্র ব্যথা অনুভব করেন তামিম। এরপর তাকে বিকেএসপির পাশে কেপিজি হাসপাতালে (পূর্বের ফজিলাতুননেসা মুজিব হাসপাতাল) ভর্তি করা হয়।

আরবি/আরডি

Link copied!