ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন বিকেএসপির তিন নম্বর মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবাল। এর সঙ্গে সঙ্গে তাকে নিকটতস্থ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানে এনজিওগ্রাম করে হার্টে রিং পরানো হয়।
তাকে হাসপাতালে নেওয়া অ্যাম্বুলেন্স চালক গোলাম রব্বানি জানান, ‘শুরুতে আকাশপথে ঢাকায় নেয়ার সিদ্ধান্তেই অটল থাকলে তামিম ইকবালের খারাপ কিছু হতে পারতো। কারণ হেলিকপ্টারে তোলা থেকে শুরু করে ঢাকায় হাসপাতালে চিকিৎসা শুরু পর্যন্ত বেশ সময় প্রয়োজন। তা লেগে গেলে আরও পরিস্থিতি খারাপের দিকে যেতে পারতো।’
এনিয়ে তিনি আরও বলেন, ‘বুকে ব্যথা অনুভব করলে তামিমকে হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তখন কিছুটা ভালো অনুভব করলেও হালকা বুকে ব্যথা ছিল। তখন তামিম নিজেই রাজধানীর একটি হাসপাতালে তাকে নেয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।’
ফলে তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় হেলিকপ্টারের দিকে। এরইমধ্যে আবারও প্রচন্ড বুকে ব্যাথা শুরু হয় তামিমের। আবারও তামিমের হার্ট অ্যাটাক হয়েছে অনুমান করে তৎক্ষনাৎ অ্যাম্বুলেন্স চালক সময় নষ্ট না করে গাড়ি ঘুড়িয়ে আবার হাসপাতালে চলে যান।
রব্বানি জানান, তিনি ফিরতে ফিরতে হাসপাতালের জরুরি বিভাগে ফোন করে জানান, তিনি আবারও তামিমকে নিয়ে হাসপাতালে আসছেন। যেন সব রেডি করে রাখা হয়। যেহেতু খুব স্বল্প দূরত্বে ছিলেন তারা, তাই দ্রুতই আবারও তামিমকে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা শুরু হয়।
আপনার মতামত লিখুন :