এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে কাগজে কলমে ফেভারিট ভারত। তবে মাঠের লড়াইয়ে ভারতকে একদমই ছাড় দিতে রাজি নন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া।
আজ সোমবার (২৪ মার্চ) ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘আপনি যখন আপনার বড় ভাইয়ের সঙ্গে খেলেন, তখন আপনারা জিততে চান তাই না। আমরাও তাই। ভারতের বিপক্ষে আমরা জিততে চাই। চাপ তো আছেই, প্রতিম্যাচেই থাকে তবে এই ম্যাচ নিয়ে আমরা আরও বেশি মনোযোগী এবং শান্ত রয়েছি। কারণ ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচে কী হয়েছে সবাই জানে।’
এদিকে বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৫। অন্যদিকে ভারত আছে ১২৬ নম্বরে। তবে তা নিয়ে ভাবতে চাননা বাংলাদেশের অধিনায়ক। তার লক্ষ্য ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করা। এনিয়ে তিনি বলেন, ‘আমরা র্যাঙ্কিং নিয়ে চিন্তা করি না। ম্যাচ জেতা নিয়েই মনোযোগী আমরা। কোচ যেমনটা বলেছেন, এই দলটিই সেরা এবং খুবই শক্তিশালী। হামজাও এসেছে, যা আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণার। সবাই চায় তিন পয়েন্ট নিতে আমিও চাই।’
তবে ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। তাই বাংলাদেশ দলের জন্য আলাদা চাপ তৈরি করতে পারে ভারতীয় দর্শকরা। সেদিকেও অবশ্য নজর রাখছেন জামাল ভূঁইয়া।

তিনি বলেন, ‘আসলে ভারতের ম্যাচের আগে ও পরে দর্শকের উপস্থিতি অনুভব করা চায়। কিন্তু ম্যাচ চলাকালীন আমাদের সব মনোযোগ থাকে খেলায়। দর্শকেরা কী বলছে সেসব নিয়ে ভাবি না। বরং নিজেদের নিয়েই ভাবি। তবে যেমনটা বলেছি ম্যাচের আগে সেই আবহ টের পাওয়া যায়, তখন চাপও অনুভব। কিন্তু ম্যাচের সময় তেমনটা মনে হয় না।’
আপনার মতামত লিখুন :