ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন বিকেএসপির তিন নম্বর মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবাল। এর সঙ্গে সঙ্গে তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় এবং হার্টে রিং পরানো হয়। এরপর থেকে তামিমের সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তামিমের সতীর্থ সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।
তামিমের সুস্থতা কামনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি। বাংলাদেশের সাবেক অধিনায়কের সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মনোজ লিখেছেন, `এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থণা! দ্রুত সুস্থ হও তামিম ইকবাল।`

আন্তর্জাতিক ক্রিকেটে মনোজের ক্যারিয়ারটা খুব বেশি বড় না হলেও তামিমের সঙ্গে তার সম্পর্কটা বন্ধুত্বের।
এদিকে হার্টে রিং পড়ানোর পর জ্ঞান ফিরেছে তামিমের। এরপর তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন। তবে জ্ঞান ফিরলেও তাকে ২৪ ঘন্টা অবজারভেশনে রাখার কথা জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক।
এর আগে, সোমবার (২৪ মার্চ) বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে বুকে তীব্র ব্যথা অনুভব করেন তামিম। এরপর তাকে বিকেএসপির পাশে কেপিজি হাসপাতালে ভর্তি করা হয়।
আপনার মতামত লিখুন :