সবশেষ ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের মূল পর্বে খেলেছিল নিউজিল্যান্ড। এরপর আরও তিনটি বিশ্বকাপ ফুটবলের আসর অনুষ্ঠিত হলেও সেগুলেলাতে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। তবে অবশেষে ১৬ বছর পর আবারও ‘গ্রেটেস্ট শো অন আর্থে’ খেলার যোগ্যতা করেছে নিউজিল্যান্ড।
আজ সোমবার (২৪ মার্চ) বিশ্বকাপ বাছাইয়ের ওশেনিয়া অঞ্চলের ম্যাচে মুখোমুখি হয়েছে নিউ ক্যালিডোনিয়া ও নিউজিল্যান্ড। অকল্যান্ডের ইডেন পার্কে নিউ ক্যালিডোনিয়াকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট কেটেছে নিউজিল্যান্ড।
এদিন ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূণ্য ড্র। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। ৫৪ মিনিটে পিঠের চোটে পড়ায় মাঠ ছাড়েন নিউজিল্যান্ড অধিনায়ক ক্রিস উড।
এরপর ৬১ মিনিটে গোল করেন নিউজিল্যান্ডের ডিফেন্ডার মাইকেল বক্সাল। ম্যাচের ৬৬ মিনিটে আবারও বল জালে জড়ান কস্তা বারবারোসেস। নিউজিল্যান্ডের তৃতীয় গোলে অবদান রাখেন বারবারোসেস। ৮০ মিনিটে তাঁর অ্যাসিস্টে গোল করেছেন এলিজা জাস্ট।
প্রসঙ্গত, ২০২৬ সালে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের এবারের আসর। যেখানে আয়োজক দেশ হিসেবে সরাসরি খেলবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। এছাড়া বাছাইপর্ব থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল জাপান। আর দ্বিতীয় দল হিসেবে টিকেটে কেটেছে নিউজিল্যান্ড।