বুধবার, ২৬ মার্চ, ২০২৫

‍‍‘কঠিন প্রতিপক্ষ আগেও মোকাবিলা করেছো চ্যাম্পিয়ন‍‍’- তামিমকে যুবরাজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৭:২৮ পিএম

‍‍‘কঠিন প্রতিপক্ষ আগেও মোকাবিলা করেছো চ্যাম্পিয়ন‍‍’- তামিমকে যুবরাজ

ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন বিকেএসপির তিন নম্বর মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবাল। এর সঙ্গে সঙ্গে তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় এবং হার্টে রিং পরানো হয়। এরপর থেকে তামিমের সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তামিমের সতীর্থ সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।

এবার তামিমের সুস্থতা কামনা করেছে ভারতের সাবেক অল রাউন্ডার যুবরাজ সিং। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘তামিম ও তার পরিবারের প্রতি আমার দোয়া ও শুভকামনা। আগেও তুমি কঠিন প্রতিপক্ষের মোকাবেলা করেছো এবং শক্তিশালী হয়ে ফিরে এসেছো। এবারো ভিন্ন কিছু হবে না। দোয়া করছি দ্রুত সুস্থ হয়ে ওঠো। শক্ত থাকো, চ্যাম্পিয়ন।’

মরণব্যাধী ক্যান্সারকে হারিয়ে ক্রিকেট মাঠে ফিরেছিলেন ভারতের সাবেক অল রাউন্ডার যুবরাজ সিং। এরপর ভারতীয় ক্রিকেটে অনেক সাফল্য এনে দিয়েছেন তিনি।

যুবরাজ সিং ছাড়াও তামিমের সুস্থতা কামনা করেছেন, ভারতীয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তিনি লিখেছেন, ‘আমাদের বন্ধু তামিম ইকবাল দ্রুত সেরে উঠবে এই কামনা করি। তোমাকে দ্রুত ফিরতে এবং আমাদের সাথে কাজ করতে দেখতে চাই।‍‍`

এছাড়াও ভারতীয় সাবেক ব্যাটার মনোজ তিওয়ারি ও শ্রীলঙ্কান সাবেক তারকা বোলার লাসিথ মালেঙ্গাও তামিমের সুস্থতা কামনা করেছেন।
 

আরবি/আরডি

Link copied!