ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫

তামিমকে বাঁচাতে লড়াই করেছেন ডা. মারুফ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৮:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবাল। সোমবার (২৪ মার্চ) বিকেএসপির তিন নম্বর মাঠে হঠাৎ অসুস্থ হয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর তাকে নিয়ে যাওয়া হয় নিকটস্থ হাসপাতালে। 

প্রথম দফায় হাসপাতালে নেওয়ার পর সেখানে তার ইসিজি করার পর ডাক্তার এনজিওগ্রাম টেস্ট করার পরামর্শ দেন। তবে তামিম সেই পরীক্ষা ঢাকায় এসে করার সিদ্ধান্ত নেন। সেখান থেকে বের হয়ে ঢাকায় আসার উদ্দেশ্যে তামিম অ্যাম্বুলেন্সে চড়েন। তবে তার আর ঢাকায় আসা হয়নি। পথিমেধ্যেই আবারও বুকে ব্যাথা ওঠে তার। 

পরিস্থিতি এখন এতোটাই খারাপ ছিল যে হেলিকপ্টার পর্যন্ত পৌঁছানোও সম্ভব হয়নি। মাঝপথ থেকেই তাকে আবার নিয়ে যাওয়া হয় কেপিজি হাসপাতালে। সেখানে তাকে অন্তত ২২ বার সিপিআর দেওয়া হয়। এরপরই মূলত স্বাভাবিক হয় তামিমের শারীরিক অবস্থা। যদিও এর পরে তামিমের হার্টে পরানো হয়েছে রিং। 

তামিমের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেছিল সেখান থেকে ফিরে আসার জন্য চিকিৎসা বিজ্ঞানকে ধন্যবাদ দিতেই হয়। সাথে ধন্যবাদ জানাতে হয় তার চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদেরকেও। 

তামিমের চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মারুফ। তারই এক সহকর্মী ফেসবুক পোস্টে তুলে ধরেছেন তামিমের চিকিৎসার বিস্তারিত। 

রূপালী বাংলাদেশের পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
তামিম ইকবাল যখন Cardiac arrest হয়ে Shock এ চলে গিয়েছিলেন তখন KPZ হাসপাতালের এনাশথেশিওলজিস্ট ডা.মনিরুজ্জামান (MBBS,DA,FCPS) একটানা প্রায় ২২ মিনিট CPR দিয়ে ICU তে নিয়ে ventilator এ নিয়ে গিয়েছেন। 
Anasthesia এর ডাক্তাররা পর্দার আড়ালেই অনেক lifesaving কাজ করে যায়। তামিমের ঘটনাটি তেমনই একটি। 
তামিম ইকবালের বুকে ব্যথা হলে, KPZ হাসপাতালে যান, সেখানে ECG করে ডাক্তার বললেন MI হয়েছে, Immediate angiogram করে PCA করা উচিৎ, উনি বললেন না আমি ঢাকায় যেয়ে করব, তখন airambulance আসে। কিন্তু Air ambulance এ উঠার সময় cardiac arrest হয়ে shock এ চলে যায় এরপর ২২ মিনিট CPR দিয়ে ICU তে ventilator এ পাঠানো হয় তাকে।