বাংলাদেশ ক্রিকেটের দুই কিংবদন্তি সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দীর্ঘ সময় ধরে দেশের হয়ে মাঠ মাতিয়েছেন এই দুই ক্রিকেটার। ছিলেন বন্ধুও। আজ জীবনের ৩৮ তম বছরে পা রেখেছেন সাকিব। আর এমন দিনেই হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনের সঙ্গে লড়ছেন তামিম।
আর তামিমের এমন সংবাদ শোনার পর বন্ধু সাকিবের মন খারাপ হবে না তা কিভাবে হয়।
আজ সকালে তামিম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর থেকে দেশি-বিদেশী বর্তমান ও সাবেক ক্রিকেটাররা তার সুস্থতা কামনা করেন। তবে সকাল থেকে এবিষয়ে কিছুই বলছিলেন না সাকিব। তবে শেষ পর্যন্ত তামিমের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সাবেক বিশ্বের এক নম্বর অল রাউন্ডার সাকিব আল হাসান।
তিনি বলেছেন, ‘আশা করি, তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। ওর পরিবার যেন কঠিনটা সময়টা উতরে যেতে পারে।’
এক সময়কার বন্ধুপ্রতীম দুই সতীর্থ অবশ্য অনেক দিন ধরেই দূরত্ব বজায় রেখে চলেছেন। নানা ইস্যুতে সাকিব-তামিমের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। একের অপরে কথা তো বলেন না সঙ্গে একজন আরেকজনের ছায়াও মারেন না। তবে সে সবকে আজ দূরে রেখে বাংলাদেশের সাবেক বাঁহাতি ওপেনারের সুস্থতায় দোয়া চাইলেন সাকিব।
এরই মধ্যে অবশ্য ভক্ত-সমর্থকদের জন্য আছে সুখবর। তার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো। তবে আগামী ৪৮ ঘন্টা তাকে থাকতে হবে চিকিৎসকদের পর্যবেক্ষণে।