ঢাকা শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

এখন কেমন আছেন তামিম ইকবাল?

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ১১:৪২ এএম
ছবি: সংগৃহীত

গতকাল বাংলাদেশসহ পুরো বিশ্বের ক্রীড়াঙ্গন তো বটেই, সেই সঙ্গে পুরো দেশই ছিল প্রার্থনায়। কারণটি ছিল দেশের সফলতম ওপেনার তামিম ইকবালের হার্ট অ্যাটাক। গতকাল সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে বিকেএসপির তিন নম্বর মাঠে তামিম ইকবাল দুবার হার্ট অ্যাটাক করেন। এরপর থেকে সবার মনোযোগ কেবল তামিম এবং সাভারের কেপিজি হাসপাতালের দিকে।

উৎকণ্ঠা কাটিয়ে বিকেল নাগাদ খবর আসে যে তামিম কিছুটা সুস্থ হয়েছেন। হার্টে ব্লক ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবে রিং পরানো হয়েছিল তার। তবে চিকিৎসকদের মতে, তিনি পরবর্তী ৪৮ ঘণ্টা নিবিড় পরিচর্যার মধ্যে থাকবেন।

পরদিন আজ মঙ্গলবার সকালে তামিমের অবস্থা জানার জন্য যোগাযোগ করা হয় ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে। গণমাধ্যমকে তিনি জানান, তামিমের অবস্থা এখন স্থিতিশীল। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ঘুমাচ্ছেন।

এদিকে, মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন জানান, জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এখন পর্যন্ত ভালো আছেন। আজ মঙ্গলবার দুপুরে কিছু পরীক্ষা করানো হবে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যায় বা রাতে তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

এছাড়া, গতকাল সকালে ডিপিএলের ম্যাচ চলাকালে তামিম ইকবাল বিকেএসপির তিন নম্বর মাঠে অল্প সময়ের মধ্যে দুবার হার্ট অ্যাটাক করেন। প্রথমে তাকে ঢাকায় নেওয়ার পরিকল্পনা ছিল, তবে পরিস্থিতি বিবেচনা করে দ্রুত তাকে সাভারের কেপিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিপিআর ও ডিসি শকের মাধ্যমে তাকে কিছুটা স্থিতিশীল করা হয়। এরপর অপারেশন করে তামিমের হার্টে রিং পরানো হয়।