তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর আজকের ম্যাচের তিনটি ভেন্যুতে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। সকালে ম্যাচ শুরুর আগে ক্রিকেটার, কর্মকর্তা এবং কোচিং স্টাফরা একসঙ্গে তামিমের সুস্থতা কামনা করেন। এই দৃশ্য দেখা যায় বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে।
পরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের আগেও একই ধরনের দোয়া আয়োজন করা হয়। এরপর ব্রাদার্স ইউনিয়ন- পারটেক্স স্পোর্টিং ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ-রূপগঞ্জ টাইগার্স এবং গাজী গ্রুপ-গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচ শুরু হয়।
এর আগে, গতকাল ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথা অনুভব করে সাভারের কেপিজি স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে জানা যায়, তামিম দুবার হার্ট অ্যাটাক করেছেন এবং তার হার্টে ব্লক ধরা পড়েছে। এ কারণে তামিমের হার্টে রিং ও পরানো হয়েছে।
এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তামিম ইকবালের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঘটেছে। তার জ্ঞান ফিরেছে এবং পরিবারের সদস্যদের ডাকে সাড়া দিয়েছেন। তবে, তিনি এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন। চিকিৎসকরা তাকে আরও ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন।
আপনার মতামত লিখুন :