এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হতে যাচ্ছে ভারত-বাংলাদেশ। মেঘালয়ের শিলংয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
এই ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা ‘বাংলাদেশি ব্লেড’ খ্যাত হামজা চৌধুরীর। এছাড়াও অবসর ভেঙে ভারতের হয়ে মাঠে নামবেন দেশটির সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। তাই ম্যাচটির নিয়ে বিশেষ আগ্রহ এ অঞ্চলের ফুটবল ভক্তদের।
এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টুর্নামেন্টটির মূল পর্বে খেলেছিল একবারই। ১৯৮০ সালে কুয়েতে অনুষ্ঠিত আসরে খেলার পর আর কখনো মুল পর্বে খেলতে পারেনি বাংলাদেশ। তবে এবার পরিস্থিতি ভিন্ন। বাংলাদেশের হয়ে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর।
তাছাড়া এই ম্যাচে ভারতের মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্ট আনতে পারলে গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচগুলোতে আত্মবিশ্বাসী হবে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
কোথায় দেখবেন খেলা?
হামজা চৌধুরীর অভিষেক ম্যাচটি নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। ম্যাচটি টেলিভিশনে সরাসরি দেখার সুযোগ করে দিচ্ছে টি-স্পোর্টস। চাইলে টি-স্পোর্টসের আপেও দেখা যাবে।
আপনার মতামত লিখুন :