বুধবার, ২৬ মার্চ, ২০২৫

ভারত ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৫:০২ পিএম

ভারত ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মেঘালয়ের শিলংয়ে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। আর এই ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগেই দুঃসংবাদ এলো বাংলাদেশ শিবিরে। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন কাজেম শাহ কিরমানি।

গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে কুঁচকির চোটে মিডফিল্ডার কিরমানির দল থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টিম ম্যানেজার আমের খান।

এনিয়ে তিনি বলেন, ‘ডান কুঁচকিতে আগে থেকেই ব্যথা ছিল। কাল রাতে অনেক বেড়েছে ব্যথা। এ কারণে ভারতের বিপক্ষে তার খেলা হচ্ছে না।’

অবশ্য কিরমানির উপস্থিতি খুব একটা ভোগাবে না বাংলাদেশকে। মাঝমাঠে জামাল ভূইয়া, হামজা চৌধুরী, সোহেল রানা জুনিয়র, মজিবুর রহমান জনি ও মোহাম্মদ হৃদয়সহ আরও অনেক বিকল্প আছে বাংলাদেশ কোচের হাতে।

 

আরবি/আরডি

Link copied!