বুধবার, ২৬ মার্চ, ২০২৫

ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৭:০৫ পিএম

ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ ঘোষণা

ছবি: সংগৃহীত

প্রতিক্ষার অবসান ঘটিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। তাকে একাদশে রেখেই দল সাজিয়েছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে শুরুর একাদশে থাকছেন না অধিনায়ক জামাল ভূঁইয়া। 

ভারতের শিলংয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।

ভারতের বিপক্ষে এই ম্যাচের শুরুর একাদশ নিয়ে নানা জল্পনা ছিল। বিশেষ করে মিডফিল্ড নিয়ে কোচকে বেশ চিন্তা করতে হবে সেটি অনুমেয়ই ছিল। তবে গোলবার রক্ষার দায়িত্বে মিতুল মারমা এবং রক্ষণভাগে তপু, তারিক কাজীর সঙ্গে ইসা ফয়সালের থাকা অনুমেয় থাকলেও ইসার পরিবর্তে শাকিল তপুকে একাদশে রেখেছেন কোচ হ্যাভিয়ের। আর ডান পাশের রক্ষণভাগ সামলাবেন অভিজ্ঞ সাদ উদ্দিন। 

এদিকে হামজা চৌধুরী আগেই জানিয়েছেন তিনি মিডফিল্ড পজিশনে খেলবেন। তাই মিডফিল্ডে তার সঙ্গী কারা হচ্ছেন সেটা নিয়ে ছিল মুলত জল্পনা-কল্পনা।

অধিনায়ক জামাল ভূঁইয়াকে একাদশে রাখেননি কোচ। এই ম্যাচে বাংলাদেশের আর্মব্যান্ড তপুর হাতে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আছেন হৃদয়। মিডফিল্ডে মজিবুর রহমান জনির উপর আস্থা রেখেছেন।

আর দলের আক্রমনভাগ সামলাবেন রাকিব হোসেন। তার সঙ্গী হিসেবে থাকছেন মোরসালিন। 

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা ( গোলরক্ষক) , তপু বর্মন, তারিক কাজী, শাকিল তপু, সাদ উদ্দিন, হৃদয়, হামজা চৌধুরী, রাকিব হোসেন, মজিবুর রহমান জনি, মোরসালিন, রাকিব ও শাহরিয়ার ইমন।
 

আরবি/আরডি

Link copied!