ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫

একাধিক সুযোগ তৈরি করেও গোলশূণ্য থেকে বিরতিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৮:২১ পিএম
ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলশুণ্য ড্র নিয়ে বিরতিতে গিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৫ মার্চ) ভারতের শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সাড়ে ৭টায় মাঠে নামে দু’দল। এম্যাচে বাংলাদেশের জার্সিতে শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড় হামজা চৌধুরির অভিষেক হলেও অধিনায়ক জামাল ভূঁইয়াকে ছাড়া মাঠে নামে বাংলাদেশ।

হামজা চৌধুরীর অভিষেকের এই দিনে শুরু থেকেই ভারতের ওপর চাপ সৃষ্টি করতে থাকে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। ম্যাচের ১০ মিনিটের মধ্যে বেশ কয়েকটি ভালো সুযোগ মিস করে মোরসালিন, জনিরা।

ম্যাচের ১৬ মিনিটে অবশ্য এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। তবে এবার মিস করেন ইমন। জনির বাড়ানো বল হেডে জালে জড়াতে ব্যর্থ হন তিনি। এরপরেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক তপু বর্মন।

এরপর চলে মাঝমাঠ দখলের লড়াই। দুইদলই মাঝমাঠ নিয়ন্ত্রণে নিতে মরিয়া চেষ্টা চালাই। ভারত ম্যাচে নিজেদের প্রথম সুযোগ তৈরি করে ২৭ তম মিনিটে। এরপর ৩১ তম মিনিটে আরও একটি সুযোগ পায় ভারত। তবে এ যাত্রায় বাংলাদেশ দলের ত্রাণকর্তা হয়ে আসেন মিতুল।

এরপর ম্যাচের ৪০ তম মিনিটে আরও একবার দারুণ সুযোগ পায় বাংলাদেশ। তবে এবার ভারতীয় গোলরক্ষককে একা পেয়েও কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারেনি বাংলাদেশ।

শেষদিকে কোন দলই তেমনভাবে আর কোন সুযোগ তৈরি করতে পারেনি। ফলে গোলশূণ্য ড্র নিয়ে বিরতিতে যায় দুদল।