ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

ঈদের সিনেমা দেখতে দর্শকের ঢল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০১:০৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে প্রতিবছরই প্রেক্ষাগৃহে মুক্তি পায় নতুন নতুন চলচ্চিত্র। সেই ধারাবাহিকতায় এবার ঈদে মুক্তি পেয়েছে ছয়টি চলচ্চিত্র। তা হলো- ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’, ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন-৩’। দেশের বিভিন্ন সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনগুলোতে বেশ দাপটের সঙ্গেই চলছে ঈদের সিনেমাগুলো।

ঈদের দিন থেকে শুরু করে ঈদের তৃতীয় দিন পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন সিনেপ্লেক্সে সরেজমিন ঘুরে দেখা গেছে বিদেশি সিনেমার চেয়ে দর্শকদের আগ্রহ দেশি চলচ্চিত্রগুলো ঘিরে। বসুন্ধরা সিনেপ্লেক্সে ঘুরে দেখা গেছে ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলো দেখতে দর্শকদের দীর্ঘ লাইন। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন শাকিব খান, আফরান নিশো, মোশাররফ করিম কিংবা সিয়াম আহমেদের সিনেমা দেখতে। 

প্রথম দিন থেকে কেমন চলছে ঈদের সিনেমাগুলো জানতে চাইলে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলেন, ‘ঈদের দিন থেকেই প্রতিটি সিনেমার বেশ সাড়া পাচ্ছি দর্শকদের কাছ থেকে। বিশেষ করে দর্শকের সবচেয়ে আগ্রহ বরবাদ ও দাগি নিয়ে। তারপর আছে জংলি। বাকিগুলোও বেশ ভালোই চলছে।’

এদিকে, ঈদে মুক্তি পাওয়া ছয় সিনেমার একটি হচ্ছে ‘দাগি’। সিনেমাটির মাধ্যমে দুই বছর পর বড় পর্দায় ফিরেছেন আফরান নিশো। ঈদের দিন মুক্তির পর থেকেই ‘দাগি’ সিনেপ্লেক্সগুলোতে হাউসফুল যাচ্ছে। হলেও আছে দর্শক উপস্থিতি। যা এই অভিনেতা ও সিনেমার পুরো টিমকে আনন্দিত করছে। মুক্তির একদিন পরই নতুন খবর জানালেন সিনেমাটির প্রযোজনা সংস্থা আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। তিনি জানালেন, ঈদের দিন থেকে মাল্টিপ্লেক্সে সিনেমাটির ৩৪টি শো চলছিল। একদিন যেতে না যেতেই আরও ১০টি শো বাড়ানো হয়েছে।

মুক্তির একদিন পরই মাল্টিপ্লেক্সে শো বাড়লো এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমার। তথ্যটি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।

তিনি বলেন, ‘ঈদের সিনেমার সর্বাধিক ভাইব থাকলেও মুক্তির প্রথমে মাল্টিপ্লেক্সে আমাদের শো কম দেওয়া হয়েছিল। জানি না সেটা কি কারণে। এমনটি সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় বিশাল বড় বিলবোর্ড টাঙালেও সে শাখাতে কোনো শো রাখা হয়নি। কিন্তু মঙ্গলবার সীমান্ত সম্ভারের শাখাতে সকাল ১১টা ও বিকেল ৪টায় দুটি শো দেওয়া হয়েছে। পাশাপাশি যমুনা ব্লকবাস্টারেও একটি শো বেড়েছে। মুক্তির একদিন পর জংলির শো এবং হল বাড়ার খবরটি জংলি টিমের জন্য আনন্দের।’

প্রযোজক আরও জানান, প্রথম দিন শো কম থাকলেও মঙ্গলবার হল বেড়েছে একটি আর শো বেড়েছে তিনটি। এখন সারা দেশের মাল্টিপ্লেক্সে সর্বামোট ১৮টি শো চলছে। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের পান্থপথ শাখায় ৩টি, মিউজিয়াম শাখায় ২টি, সীমান্ত সম্ভার শাখায় ২টি, উত্তরা শাখায় ২টি ও চট্টগ্রাম শাখায় ৩টি করে শো চলছে। অন্যদিকে, ব্লকবাস্টার সিনেমাস শাখায় ৩টি ও লায়ন সিনেমায় ৩টি করে শো চলছে। ‘দাগি’ ও ‘জংলি’র পাশাপাশি শো সংখ্যা বেড়েছে ‘বরবাদ’ চলচ্চিত্রটিরও।

এদিকে, মুক্তির প্রথম দিন থেকে দুর্দান্ত সাড়া ফেলেছে ‘বরবাদ’। তবে সিনেমাটি পড়েছে পাইরেসির কবলে। কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছে ‘বরবাদ’-এর পাইরেসি। যার ফলে পাইরেসি রুখতে পুলিশের দ্বারস্থ হয়েছেন সিনেমাটির প্রযোজক-পরিচালক। গুলশান থানায় অভিযোগ জানিয়েছেন তারা। 

পাইরেসি নিয়ে বার্তা দিয়েছেন শাকিব খান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে পাইরেসিকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘পাইরেসিকে রুখে দিন। বাংলা সিনেমার উন্নতির স্বার্থে কোনো সিনেমাই যেন পাইরেসির শিকার না হয় সেদিকে সতর্ক থাকুন।’

শাকিব আরও লেখেন, ‘আবেগতাড়িত হয়ে সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্য মোবাইলে ধারণ করা থেকে বিরত থাকুন। পাশাপাশি অন্য কেউ ভিডিও করলে তাকেও নিষেধ করুন, অথবা কর্তৃপক্ষকে জানান।’

পাইরেসি একটি অপরাধ উল্লেখ করে শাকিব লেখেন, ‘দেশের প্রচলিত আইনে পাইরেসি একটি দণ্ডনীয় অপরাধ সুতরাং পাইরেসিকে না বলুন।’
এরপর আরও অনেক প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পীরা পাইরেসি রুখে দেওয়ার আহ্বান জানান।