বুধবার, ২৬ মার্চ, ২০২৫

ব্রাজিলকে নিয়ে ছেলেখেলায় মাতল আর্জেন্টিনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৮:৩২ এএম

ব্রাজিলকে নিয়ে ছেলেখেলায় মাতল আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

গেল ৬ বছরে একটি ম্যাচেও আর্জেন্টিনাকে হারাতে পারেনি ব্রাজিল। এমনকি কোনো গোলও দিতে পারেনি তারা। তবে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচের আগে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া রোমারিওকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ব্রাজিল এই ম্যাচ জয়ী হয়ে ফিরবে। এদিন নিজে গোল করার লক্ষ্য নিয়েও মাঠে নেমেছিলেন তিনি।

তবে বুধবারের এই ম্যাচে এস্তাদিও মনুমেন্টালে রাফিনিয়াকে খুঁজে পাওয়াই যেন ছিল এক কঠিন কাজ। শুধু রাফিনিয়াই নন, পারফরম্যান্সের বিচারে আর্জেন্টিনার আধিপত্যের সামনে ব্রাজিলের পুরো দলই ছিল ম্লান।

এদিন প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে গিয়েছিল। প্রথম ২০ মিনিটের মধ্যেই আর্জেন্টিনা ব্রাজিলের জালে পাঠিয়ে দেয় দুই গোল। সেই সঙ্গে বিরতির আগে, ৪৫ মিনিটের মাথায় ব্রাজিল ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে। পরবর্তীতে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা গুইলিয়ানো সিমিওনে আরও এক গোল যোগ করে ব্রাজিলের লজ্জা বাড়িয়ে দেন।

এদিন ম্যাচ শুরুর আগেই আর্জেন্টিনা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার খবর পেয়েছিল। আর সেই আনন্দ যেন দ্বিগুণ হয় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করার মাধ্যমে। আজকের ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেন হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং গুইলিয়ানো সিমিওনে। অন্যদিকে, ব্রাজিলের পক্ষে একমাত্র গোলটি আসে ম্যাথিয়াস কুনহার পা থেকে।

এস্তাদিও মনুমেন্টালে আর্জেন্টিনার প্রথম দুটি গোলই আসে দুর্দান্ত টিমওয়ার্কের মাধ্যমে। মাত্র ৪ মিনিটেই রদ্রিগো ডি পলের পাস থেকে নিকোলাস তালিয়াফিকো আক্রমণে যান, যেখান থেকে থিয়েগো আলমাদার পাস ধরে গোল করেন আলভারেজ। দুই ডিফেন্ডারের মাঝখানে বল পেয়ে নিখুঁতভাবে লক্ষ্যভেদ করেন তিনি।

এরপর আবারও ব্রাজিলের রক্ষণে চাপ সৃষ্টি করে আর্জেন্টিনা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার একক প্রচেষ্টায় বল এগিয়ে নিয়ে যান এবং আলভারেজের পায়ে পৌঁছে দেন, সেখান থেকে নাহুয়েল মোলিনার পাসে সহজ ফিনিশিংয়ে গোল করেন এনজো ফার্নান্দেজ। মাত্র ১২ মিনিটেই আর্জেন্টিনা পেয়ে যায় ২-০ গোলের লিড।

তবে ৩০ মিনিটের মাথায় ব্রাজিল একটি গোল শোধ করতে সক্ষম হয়। উলভসের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ফরোয়ার্ড ম্যাথিয়াস কুনহা ক্রিশ্চিয়ান রোমেরোর বল হারানোর সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত ফিনিশিং করেন।

তবে আর্জেন্টিনা তাদের দুই গোলের লিড পুনরুদ্ধার করতে সময় নিয়েছে মাত্র ১১ মিনিট।

আরবি/এফআই

Link copied!