ঢাকা শনিবার, ২৯ মার্চ, ২০২৫

বরখাস্ত হচ্ছেন ব্রাজিল কোচ দোরিভাল!

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০১:০৯ পিএম
ছবি: সংগৃহীত

ব্রাজিল ফুটবল দলের কোচ দোরিভাল জুনিয়রের জন্য অন্ধকার সময় আসতে চলেছে। আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পর, ব্রাজিলের কোচের পদে তার ভবিষ্যৎ এখন ঝুঁকিতে পড়েছে। এমন একটি বড় পরাজয়ের পর তার উপর চাপ বেড়েছে এবং ব্রাজিল ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ ইতিমধ্যে বিকল্প কোচের সন্ধানে নেমেছে। ধারণা করা হচ্ছে, দোরিভাল জুনিয়র শীঘ্রই বরখাস্ত হতে পারেন।

ব্রাজিলের ফুটবল গণমাধ্যমের খবরে জানানো হয়, আর্জেন্টিনার কাছে এমন পরাজয়ের পর, সিবিএফের অধিকাংশ পরিচালকের মধ্যে এটি স্পষ্ট হয়ে উঠেছে যে, দোরিভালকে ক্লাব বিশ্বকাপের সময়েই বরখাস্ত করা উচিত। তবে, প্রেসিডেন্ট এদনালদো রড্রিগেজের সঙ্গে দোরিভালের দূরত্বের কারণে এই সিদ্ধান্তের ব্যাপারে এখনও অস্থিরতা রয়ে গেছে। যদিও সম্প্রতি এদনালদো নিজে বেশিরভাগ সময় তার ফুটবল সভাপতি নির্বাচনের কাজে ব্যস্ত ছিলেন, তাই কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

ম্যাচ শেষে কোচ দোরিভাল নিজেই এই পরাজয়ের দায় নেন এবং বলেন, ‘প্রথম মিনিট থেকেই আমাদের পরিকল্পনা কাজ করেনি। তারা যোগ্যতর দল হিসেবে জিতেছে, আর আমরা আমাদের খেলায় যে উন্নতি আশা করছিলাম, তা পাইনি। তবে, আমরা আশা করি যে, আমরা ঘুরে দাঁড়াতে পারব।’

এদিকে, ফেডারেশনের সভাপতি এদনালদো কিছু দিন আগেই বলেছিলেন, তখন পর্যন্ত সিবিএফ ব্রাজিলের কোচ হিসেবে দোরিভালকে দেখতে আগ্রহী ছিল। কিন্তু আর্জেন্টিনার কাছে বড় হারের পর তাদের সেই মনোভাব পরিবর্তিত হয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়।

এখন পর্যন্ত, দোরিভাল জুনিয়র ব্রাজিলের কোচ হিসেবে ১৬টি ম্যাচ পরিচালনা করেছেন, যার মধ্যে ৭টি ড্র, ৭টি জয় এবং ২টি হার রয়েছে। বর্তমানে ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে কনমেবল অঞ্চলে চতুর্থ স্থানে রয়েছে এবং তাদের পয়েন্ট মাত্র ২১।