শনিবার, ২৯ মার্চ, ২০২৫

উন্নত চিকিৎসার জন্য তামিমকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৩:০৪ পিএম

উন্নত চিকিৎসার জন্য তামিমকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা

ছবি: সংগৃহীত

তামিম ইকবালকে নিয়ে শঙ্কা আপাতত কেঁটে গেছে। আগের চেয়েও তার অবস্থা এখন অনেক ভালো। তাছাড়া পরিবারের সদস্য ও অন্যদের সাথে কথা বলছেন, হাঁটাচলাও করছেন। এরইমাাঝে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে তামিমকে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, তামিম এখনও আছেন পর্যবেক্ষণে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে সাভারের কেপিজে হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তামিমকে। এরপর সেখানে তাকে দেখতে ছুটে যান ক্রীড়া উপদেষ্টাসহ তার অনেক শুভাকাঙ্খিরা। 

এদিন তামিমকে দেখতে যান বিপিএলে ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। তিনি জানিয়েছেন, প্রয়োজনে আরও উন্নত চিকিৎসার জন্য তামিমকে নেয়া হতে পারে বিদেশেও।

মিজানুর রহমান বলেছেন, ‘থাইল্যান্ডের জন্য চেষ্টা করা হচ্ছে ভিসার। আমি যাব সঙ্গে। এটার জন্য চিকিৎসক শিডিউল দিতে হবে। যখন চিকিৎসক অনুমতি দেবে তখন। এখন বলা যাচ্ছে না।’

এছাড়াও চিকিৎসকদের বরাত দিয়ে মিজানুর আরও বলেন, ‘চিকিৎসকদের কথা অনুযায়ী প্রচণ্ড ডিহাইড্রেশন (পানি স্বল্পতা) ছিল। পানি খায়নি, রাতে হয়তো ঘুমও হয়নি ঠিকমতো। এটা একটা কারণ। এ গরমের মধ্যে রোজায় ডিপিএল খেলাটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে কঠিন।’

এর আগে, সোমবার (২৪ মার্চ) বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে বুকে তীব্র ব্যথা অনুভব করেন তামিম। এরপর তাকে বিকেএসপির পাশে কেপিজি হাসপাতালে ভর্তি করা হয়।
 

আরবি/আরডি

Link copied!