শনিবার, ২৯ মার্চ, ২০২৫

‘শিগগিরই মাঠে দেখা হবে, দ্রুত সেরে ওঠো’-তামিমকে বাবর আজম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৫:১১ পিএম

‘শিগগিরই মাঠে দেখা হবে, দ্রুত সেরে ওঠো’-তামিমকে বাবর আজম

ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবাল। এরপরই বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কের সুস্থতা প্রার্থনায় গোটা ক্রিকেট বিশ্ব যেন একাট্টা হয়ে যায়।

সাবেক থেকে বর্তমান বহু কিংবদন্তী তারকা ক্রিকেটাররা তামিমের সুসস্থা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং থেকে শুরু করে শ্রীলঙ্কান লাসিথ মালিঙ্গা বাদ যাননি কেউই।

এবার সেই তালিকায় যুক্ত হলো আরেক নাম। পাকিস্তানের তারকা খেলোয়াড় বাবর আজম নিজের ইনস্ট্রাগ্রামে স্টোরিতে স্মরন করেছেন তামিমকে। যেখানে তিনি লেখেন, ‘তামিমের শরীর খারাপের কথা শুনে ধাক্কা খেলাম। দোয়া করছি যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। তোমার সাথে আমার দোয়া আছে। শক্ত থাকো, শীঘ্রই মাঠে দেখব তোমাকে এই আশা করছি।’

জিম্বাবুইয়ান সুপারস্টার সিকান্দার রাজা লিখেছিলেন, ‍‍`তামিম ভাইয়ের অসুস্থতার খবর শুনতে পাচ্ছি। তোমার জন্য দোয়া রইল ভাই। আল্লাহ যেন তোমাকে সুস্বাস্থ্য দান করেন এবং তোমার প্রিয়জনদের মাঝে হাসিমুখে ফিরিয়ে দেন। এই বার্তা যিনিই দেখবেন অনুরোধ করছি তামিম ভাইয়ের জন্য দোয়া করবেন। জাজাকাল্লাহ।‍‍`

এর আগে, সোমবার (২৪ মার্চ) বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে বুকে তীব্র ব্যথা অনুভব করেন তামিম। এরপর তাকে বিকেএসপির পাশে কেপিজি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে তার হার্টে রিং পড়ানো হয়। সবশেষ গতকাল রাতে সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তামিমকে।

আরবি/আরডি

Link copied!