ঢাকা শনিবার, ২৯ মার্চ, ২০২৫

ম্যারাডোনার প্রধান নিরাপত্তারক্ষী গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৭:২৫ পিএম
ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ৪ বছর পর তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের বিচার কার্যক্রম শুরু হয়েছে গত ১১ মার্চ। চলমান এই বিচারকাজে এখন পর্যন্ত নানা চাঞ্চল্যকর তথ্য এসেছে। এবার এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে ম্যারাডোনার সাবেক নিরাপত্তারক্ষী জুলিও সিজার কোরেয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি আদালতে ম্যারাডোনার মৃত্যুতে অবহেলার অভিযোগে মামলার বিচার চলমান। সেখানে মঙ্গলবার (২৫ মার্চ) এক শুনানিতে ম্যারাডোনার সাবেক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

প্রসিকিউসন অভিযোগ করেন, ‘মিথ্যা স্বাক্ষ্য দিয়েছেন জুলিও সিজার এবং তার দেওয়া তথ্যে গড়মিল রয়েছে।’ এরই ভিত্তিতে আদালত থেকেই জুলিও সিজারকে হাত কড়া পরিয়ে কারাগারে নেওয়া হয়।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ম্যারাডোনার সাবেক এই নিরাপত্তারক্ষী আপাতত কারাগারে থাকবেন, এরপর তাকে মিথ্যা স্বাক্ষ্য দেওয়ার বিষয়ে অভিযুক্ত করে বিচারের মুখোমুখি করা হবে। সেখানে অপরাধ প্রমাণিত হলে ৫ বছরের কারাদণ্ড হতে পারে জুলিও সিজারের।

এদিকে ম্যারাডোনার মৃত্যুতে অবহেলার অভিযোগ মামলার অন্যতম অভিযুক্ত নিউরোসার্জন লিওপোল্ডো লুক। ম্যারাডোনার মৃত্যুর পর তার সঙ্গে কথোপকথন হয় নিরাপত্তাকর্মী জুলিও সিজারের। যার প্রমাণ  তবে আদালতে সাক্ষ্যদানের সময় তিনি তা এড়িয়ে যান। তবে ম্যারাডোনার পরিবারের আইনজীবীরা কথোপকথনের সেই প্রমাণ আদালতে উপস্থাপন করেন।

উল্লেখ্য, ম্যারাডোনার মৃত্যুর পর ২০২২ সালে একটি মামলা দায়ের করে তার পরিবার। সেই মামলার ভিত্তিতে প্রসিকিউটর ও বিচারকরা ৮ চিকিৎসকের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করেছিলেন। যার ২ বছর পর সেই শুনানি শুরু করা হয়েছে।