শনিবার, ২৯ মার্চ, ২০২৫

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৮:০৪ পিএম

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরান

ছবি: সংগৃহীত

এশিয়ার প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল জাপান। আর এবার এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরান।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে উজবেকিস্তানের মুখোমুখি হয় ইরান। ম্যাচটি থেকে কোন পয়েন্ট না হারালেই নিশ্চিত হয়ে যাবে বিশ্বকাপের টিকিট এমন সমীকরণে মাঠে নামে ইরান। আর এই ম্যাচে উজবেকিস্তানের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। এতেই নিশ্চিত হয়ে যায় তাদের ২০২৬ বিশ্বকাপ।

এদিন অবশ্য শুরুতেই পিছিয়ে পড়ে ইরান। ম্যাচের ১৬ মিনিটে গোল পায় উজবেকিস্তান। তবে ক্রমাগত আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে তারা। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫২তম মিনিটে সমতায় ফেরে ইরান। তবে তা বেশিক্ষণ টেকেনি। এর ১ মিনিট পরই আবার লিড নেই উজবেকরা।

তবে শেষ দিকে মেহেদী তারেমির গোলে শেষ পর্যন্ত ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে ইরান।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে বাছাই পর্ব থেকে এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে আর্জেন্টিনা (কনমেবল), নিউজিল্যান্ড (ওশেনিয়া), জাপান (এশিয়া) এবং ইরান (এশিয়া)।

বুধবার ব্রাজিলের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। অবশ্য ওই জয়ের আগেই আর্জেন্টিনার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে। বলিভিয়া ও উরুগুয়ে ম্যাচ ড্র হওয়ায় মঙ্গলবার রাতে আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে যায়।

আরবি/আরডি

Link copied!