ঢাকা রবিবার, ৩০ মার্চ, ২০২৫

নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে কারা?

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৪:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্র। এতে বাংলাদেশ সি গ্রুপে পড়েছে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক মিয়ানমার, বাহরাইন এবং তুর্কমেনিস্তান।

বাছাই পর্বের ম্যাচগুলো ২৩ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। মোট আট গ্রুপের মধ্যে ছয়টি গ্রুপে চারটি করে এবং দুটি গ্রুপে পাঁচটি করে দল রয়েছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর ১-২৬ মার্চ অনুষ্ঠিতব্য মূল পর্বে অংশগ্রহণ করবে। এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন চীন এবং আরো দুই শীর্ষ দল কোরিয়া ও জাপান সরাসরি মূল পর্বে খেলবে।

এবারের বাছাই পর্বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের লক্ষ্য হলো, প্রথমবারের মতো সিনিয়র দলের পক্ষ থেকে এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাওয়া। উল্লেখ্য, বাংলাদেশ অ-১৬ পর্যায়ে ২০১৭ ও ২০১৯ সালে এশিয়ার মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল, কিন্তু সিনিয়র দলের কখনোই মূল পর্বে খেলার সুযোগ হয়নি।

এছাড়া, ২০২৩ সালে অলিম্পিক বাছাই খেলতে সাফ চ্যাম্পিয়ন নারী দলকে মিয়ানমারে পাঠানো হয়নি। আর্থিক কারণে সাবিনাদের না পাঠানোয় বাফুফেকে কঠিন সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। এবার এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ মিয়ানমারে অনুষ্ঠিত হচ্ছে, ফলে এবার বাংলাদেশ নারী ফুটবল দলকে মিয়ানমারে খেলতে হবে।