বর্তমানে সমাজে মহামারির মতো ছড়াচ্ছে বেটিং। খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে অনেক সেলিব্রেটি তারকাদের কোন না কোন ভাবে বেটিংয়ে জড়িয়ে পড়ছে। এটি সমাজের জন্য এক অশনী সংকেত। এরই মধ্যে বেটিংয়ে কান্ডে জড়িয়ে ক্যারিয়ার শেষ হয়ে গেছে অনেক ক্রিকেটারের।
এবার এনিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলোয়াড় রমনদীপ সিং। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিকাংশ ক্রিকেটারিই বেটিংয়ে আসক্ত বলে মন্তব্য করেছেন তিনি।
এক পডকাস্টে তিনি জানান, সর্বনিম্ন ২০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত বাজি ধরতেন কেকেআরের খেলোয়াড়রা।
যদিও এই অলরাউন্ডার সরাসরি অনলাইন ব্যাটিংয়ের কথা বলেননি। বরং কেকেআরের গেমিং রুমে একে অপরকে হারানোর জন্য বাজি ধরতেন ক্রিকেটাররা। টাকার বিনিময়ে এ বাজি ধরা হতো বলেও জানান রমনদ্বীপ।
নাইট তারকা আরও জানিয়েছেন, কেউ কেউ বিস্তর টাকা কামিয়ে নেন গেম জিতে। আবার অনেকেই হেরে যান। প্রতি ম্যাচে টাকার অঙ্ক ২০-২৫ হাজার থেকে শুরু করে ১ লাখ পর্যন্ত পৌঁছে যায় বলে জানান রমনদীপ। এছাড়াও পোকার খেলায় এই টাকার অঙ্ক ১০ লক্ষ পর্যন্ত পৌঁছে যায়।
পডকাস্টে রমনদীপ বলেন, ‘হ্যাঁ, আমরা একে অপরের সঙ্গে খেলার সময় বিস্তর বাজি ধরি। কেউ কেউ অনেক টাকা হেরে যায় আবার কেউ অনেক জেতে। শ্রেয়াস ফিফা গেম ভালো খেলে। কেকেআরে বিবেক পাজি দারুণ খেলে। ওকে কেউ হারাতে পারবে না। তাই ওর সঙ্গে বাজি ধরা বোকামি। আমি তো নীচে নীচে বৈভবের সঙ্গে খেলতাম অথবা সূয়াসের সঙ্গে খেলতাম। নীতীশ পাজিও ভালো খেলে। ওর সঙ্গেও খেলতাম।’
রমনদীপ বলেন, ‘আমাদের বেট শুরু হতো ২০-২৫ হাজার থেকে। কেউ তো এক লাখ টাকা পর্যন্ত বাজি ধরত। অনেকে পোকার খেলে। ফিফা তো তবু ঠিক আছে, পোকারে লাখ লাখ টাকায় বাজি চলে।’