রবিবার, ৩০ মার্চ, ২০২৫

সুস্থ থাকতে তামিমকে ছাড়তে হবে ধূমপান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৫:৪৩ পিএম

সুস্থ থাকতে তামিমকে ছাড়তে হবে ধূমপান

ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি হন তামিম ইকবাল। পরবর্তীতে সেখানেই তার হার্টে রিং পড়ানো হয়। বর্তমানে তিনি আছেন এভারকেয়ার হাসপাতালে।

হার্ট অ্যাটাকের এই ধকল কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তামিম। তবে এখনও তিনি পুরোনো অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেননি। চিকিৎসক জানিয়েছেন, ধূমপানের অনুমতি চাইছেন তিনি। তবে বাংলাদেশের তারকা ক্রিকেটারের স্বাস্থ্যের ক্ষতির কথা চিন্তা করে কিছুতেই ধূমপানের অনুমতি দেননি এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকেরা।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) তামিমের স্বাস্থ্য ও সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার।

এসময় তিনি বলেন, ‘তামিম ধূমপায়ী। তাঁকে ধূমপান ছাড়তে হবে। ধূমপান হঠাৎ করে ছাড়তে পারবে না। সে বলছিল ভেপের কথা। আমি বলেছি, ভেপও নিতে পারবে না। ভেপে ক্যানসারের ঝুঁকি থাকে। তারপর সে বুঝল। তামিম সিগারেট খেতে চাচ্ছে। আমরা সিগারেট খাওয়ার অনুমতি দিচ্ছি না।’

তামিমের শারিরীক পরিস্থিতি এতোই নাজুক ছিল যে গত সোমবার এদিক-ওদিক হলেই তাকে চলে যেতে হতো না ফেরার দেশে। তাই সুস্থ থাকতে হলে তাকে ধুমপান ছাড়ারও পরামর্শ দেন চিকিৎসক।

তবে প্রকাশ্যে একজন রোগীর ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশ্যে আনায় চিকিৎসকেরা যথেষ্ট সমালোচিতও হচ্ছেন।

এর আগে গতকাল তামিম ইকবালের চাচা এবং বিসিবির পরিচালক আকরাম খান বলেন, ‘যখন আমি খবরটা পেয়েছি, দ্য নিউজ ওয়াজ ভেরি ব্যাড। আমাকে বলা হলো তামিম আর বেঁচে নেই। এটা কল্পনাও করতে পারিনি। কোনো দিন ভাবিওনি এ ধরনের খবর শুনব। এত অল্প বয়সী, ছেলের মতো। এরপর ঘণ্টা দেড়েক বাড়িতেই ছিলাম। খুব আপসেট ছিলাম।’

আরবি/আরডি

Link copied!