রবিবার, ৩০ মার্চ, ২০২৫

পিএসএলের জন্য এনওসি পাচ্ছেন ৩ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৬:০৪ পিএম

পিএসএলের জন্য এনওসি পাচ্ছেন ৩ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পুরো আসর খেলার জন্য লিটন দাশ এবং রিশাদ হোসেনকে এনওসি দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া জিম্বাবুয়ে সিরিজের পর পিএসএলে যোগ দেবেন আরেক বাংলাদেশি নাহিদ রানা।  

এর আগে পিএসএলের সময় বাংলাদেশের জিম্বাবুয়ে সফর থাকায় এনওসি নিয়ে জটিলতা দেখা দিয়েছিল এই তিন ক্রিকেটারের। তবে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের লিটন দাশ ও রিশাদ হোসেন দলের সঙ্গে না থাকায় তাদেরকে পুরো মৌসুমের জন্য এনওসি দেওয়া হচ্ছে।

এবারের পিএসএলে লিটন করাচি কিংস, রিশাদ লাহোর কালান্দার্স এবং রানা খেলবেন পেশোয়ার জালমির হয়ে।

পিএসএল প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইন চার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, ‍‍`পিএসএলের পুরোটাই খেলতে যাবেন লিটন-রিশাদ। নাহিদ রানা খেলতে যাবেন জিম্বাবুয়ের সাথে প্রথম টেস্ট খেলার পরে।‍‍`

আগামী ১১ এপ্রিল মাঠে গড়াবে পিএসএলের নতুন আসর। ফাইনাল ১৮ মে।

আরবি/আরডি

Link copied!