লা-লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে আকর্ষিক মৃত্যু ঘটে বার্সেলোনার চিকিৎসকের। এতে ম্যাচটি স্থগিত করে কাতালানরা। বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থগিত সেই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ম্যাচে বার্সেলোনার দুই খেলোয়াড় আরাউহো ও রাফিনহাকে পাচ্ছে না বার্সেলোনা। মূলত আন্তর্জাতিক ম্যাচের ধকল কাটাতে এই দুই খেলোয়াড়কে বিশ্রাম দিচ্ছেন হ্যান্সি ফ্লিক।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার সঙ্গে ম্যাচে মাঠে নামেননি উরুগুয়ের ডিফেন্ডার আরাউহো। অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে পুরো ৯০ মিনিটই খেলেছেন রাফিনহা।
বার্সা কোচ হ্যান্সি ফ্লিক এই দুই খেলোয়াড়ের বিষয়ে বলেন, ‘ওরা খেলবে না। ওদের ফ্লাইট দীর্ঘ ছিল, আর এটা রিকভারের সেরা উপায়ও নয়। রোনাল্ড সবশেষ ম্যাচে খেলেনি। তবে চোটের পর ওর অনুশীলন করতে পারাটা ভালো কিছু। আমরা দেখব রোববার পরিস্থিতি কী দাঁড়ায়। আমাদের একটি ভালো দল আছে, আর আমি অনুশীলন যা দেখেছি তা বেশ ইতিবাচক। আমাদের তিন পয়েন্টের জন্য লড়াই করতে হবে। যদি কাল (বৃহস্পতিবার) জিততে পারি, তাহলে খুব ভালো হবে।’
এছাড়াও এদিন তরুণ স্প্যানিশ ডিফেন্ডার পাও কুবার্সিকেও দেখা যাবে না শুরুর একাদশে। তাকেও বিশ্রাম দিতে চাচ্ছেন ফ্লিক।
ফ্লিক বলেন, `শুরুর একাদশে পাও কুবার্সি খেলবে না। সে বেঞ্চে থাকবে। ওকে আমাদের প্রয়োজন। আমি মনে করি, বাড়তি দুই বা তিন দিনের বিশ্রাম ওর জন্য ভালো। রিকভারির জন্য তিন দিন সময় পাওয়া ওর জন্য ভালো।`
তবে তরুণ এই ডিফেন্ডার না থাকলেও এদিন শুরুর একাদশ থেকেই মাঠে থাকবেন এরিক গার্সিয়া ও ইনিগো মার্তিনেজ।
প্রসঙ্গত, লা-লিগায় ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেটিকো মাদ্রিদ।