বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পর প্রশ্নের মুখে পড়েছেন ব্রাজিলের কোচ দোরিভা জুনিয়র। এমন একটি বড় পরাজয়ের পর তার উপর চাপ বেড়েছে এবং ব্রাজিল ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ এরইমধ্যে বিকল্প কোচের সন্ধানে নেমেছে। ধারণা করা হচ্ছে, দোরিভাল জুনিয়র শীঘ্রই বরখাস্ত হতে পারেন।
এমন পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে প্রস্তাব দিয়েছে সিবিএফ। তবে এ মুহূর্তে রিয়াল মাদ্রিদের ছাড়তে রাজি নন আনচেলত্তি।
আগামী ২০২৬ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি আছে কার্লো আনচেলত্তির। তাছাড়া এবছর জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে অংশ নেবে রিয়াল মাদ্রিদ। সেখানে রিয়ালের দায়িত্বে থাকবেন এই কোচ।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনচেলত্তির সঙ্গে এজেন্টের মাধ্যমে যোগাযোগ করেছে। কিন্তু আনচেলত্তি স্পষ্ট করেছেন যে, তিনি অন্তত জুলাইয়ের আগে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়বেন না। চূড়ান্ত আলোচনা যাই হোক, তা হবে জুলাইয়ের পর।’
গ্লোবের ওই প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ব্রাজিলের বর্তমান কোচ দোরিভাল জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ড রদ্রিগুয়েজ। জুন মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ রয়েছে ব্রাজিলের। কিন্তু ততদিন দোরিভালকে রাখার ইচ্ছে নেই সিবিএফ-এর।
এদিকে দোরিভালের বিকল্প হিসেবে আনচেলত্তির পাশাপাশি ফিলিপে লুইজ ও হোর্হে জেসুসের নামও কোচের তালিকায় রয়েছে।