দীর্ঘ সময় পর নিজেদের মাঠে ত্রিদেশী সিরিজ আয়োজন করতে যাচ্ছে জিম্বাবুয়ে। তাদের সঙ্গে টি-টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এর আগে ২০১৮ সালে দেশটিতে ত্রিদেশীয় টি-২০ সিরিজ আয়োজন হয়েছিল।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডে ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি এই সিরিজের মধ্যে দিয়ে জিম্বাবুয়েতে নতুন করে জাগরণ তৈরি হবে বলে মনে করেন।
এ প্রসঙ্গে ‘জিম্বাবুয়েতে ক্রিকেটের উন্নতির জন্য দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের সঙ্গে রোমাঞ্চকর টেস্ট এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনা করা হচ্ছে। উভয় দলকে আমরা স্বাগত জানাতে চাই, একইসঙ্গে ক্রিকেট ভক্তদের জন্য দারুণ কিছু উপভোগের সুযোগ তৈরি হবে।’
ত্রিদেশীয় এই সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু’টি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। এছাড়া ত্রিদেশীয় সিরিজের পরে নিউজিল্যানের বিপক্ষেও টি-২০ সিরিজ করার কথা রয়েছে দলটির। আগামী ১৪ জুলাই থেকে শুরু হবে তিন জাতীয় এই সিরিজ।